আমাদের কথা খুঁজে নিন

   

তোর তরে মন পোড়ে



সারাদিন-সারারাত এক অদ্ভুত গুমোট আলো কামরাটা ঘিরে আছে, বিশাল বিষন্ন আলোর কান্নায় ছোট ছোট কামরায় অপেক্ষমান জীবন্মৃত প্রাণী গুলো নিজের ভেতর গুটিয়ে.. আমি অদ্ভুত ইহজাগতিক ভাবনায় ক্রমশ কেঁপে উঠতে থাকি, পিঠের নীচে কাঠের শক্ত আমন্এনে স্হির থাকে না শরীর আর মন এক বিশাল পাথরে চাপা খেয়ে গোঙরাচ্ছে। কষ্ট, অবিশ্বাস্য নিয়তির অনিবার্যতায় প্লে ব্যাকে চলতে থাকে ভুল-শুদ্ব-ঘৃণা-ভালবাসার সাত কাহন.. কতোখানি ভালবাসলে বিচ্ছেদ কাছে আসে না ? কতোখানি শুদ্ব হলে আক্রোশ আর ছোঁবে না ? মুহুর্তে মুহুর্তে চমকে উঠি.. এক অ দ্ভু ত আঁ ধা র.. ঘুমে-জাগরনে-হাস্যে-লাস্যে-দুমড়ে-মুচড়ে তোর স্হিরচিএ মন জুরে.. এক সমুদ্র বিশ্বাস নিয়ে বলি.. আবার এ ক দি ন.. তোর তরে মন পোড়ে কেবল পোড়ে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।