আমাদের কথা খুঁজে নিন

   

উদ্‌গার উঠছে চারপাশে



কসমোপলিটান এ নগরী নিশাচর বাদুড়ের মতো। বহুজাতিক কোম্পানীগুলো গিলে খাচ্ছে ইউটোপিয়া,স্বপ্নের ইচ্ছাটুকু; সুপারসনিক এ নগর ডিজিটাল স্বপ্ন দেখিয়ে যাচ্ছে অবিরত। রাজনীতির ভাঁড়েরা মেঘের বালিশে শুয়ে চন্দ্রাভিযানের স্বপ্নে বিভোর-মিডিয়া খুললেই টুথপেষ্ট দাঁত। তৃপ্তির ঢেকুরে উদ্‌গার উঠছে চারপাশে।অকারণে লাফিয়ে উঠছে মহিনের ঘোড়া-গফুরের করুণ বলদ। আমরা ছুটে ছুটে যাব অলীক কোনো হরিণের পিছে কিংবা পালাব বেধড়ক শাস্তির সমারম্ভে-সমাচ্ছন্ন নক্ষত্রের দিকে। স্বপ্নের অধিক কোনো স্বপ্নে ছুটে যাচ্ছে একপাল ঘোড়া ও কুকুর। মানুষের মতো বুদ্ধিহীন বুদ্ধিমান প্রাণী বাণিজ্য ও ভোগের বিলাসে সমাবৃত সমারূঢ় যেন; শববাহী শকটের মতো নিষ্প্রাণ পাথুরে সময় তবু স্থির। হৃদয়-গলা রক্তের ভেতর উপুড় হয়ে দেখে খোলা বাজার খাড়া গিলোটিনের মতো নেমে আসছে অস্থি ও পাঁজর লক্ষ করে। আমরাও ছুটবো তাহলে দিগ্বিদিক লাগামহীন হ্রেষাধ্বনি তুলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।