ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
হাত ভরে যায় সমুদ্র- নোনা ঢেউ
বুক ভরে যায় তিলেক কালিমা এঁকে
মন ভরে যায়- জানিনা, জানেনা কেউ
সব পূর্তিই যত্নে রেখেছি ঢেকে
যা কিছু গিয়েছে- যাকনা যাকনা যাকনা
ভুল তারে বেজে সেতার থেমেছে কবে
যা কিছু রেখেছি, মন আঁচলের ঢাকনা
রাখুকনা ঢেকে আলগোছে- বৈভবে
কত শব্দের ছন্দিত অনাচারে
জীবন জগতে ঝরেছে ফুলের কুঁড়ি
কত মোহ মায়া, কত যে অন্ধকারে
নীরবে স্বপ্ন ক্ষয়ে গেছে ভুরি ভুরি
ফুল পাখী তবু শুনিয়ে গিয়েছে গান
সকালের রোদ মিষ্টি আবেশে হেসে
ভরেছে বুকের পালতোলা সাম্পান
পাওয়া না পাওয়ায় পূর্ণ- চলেছি ভেসে
দিন শেষে দেখি হিসেব মিলিয়ে আজ
আবাল্য যত শুনিয়াছি রূপকথা
সব উপাদান- যত তার কারুকাজ
জীবন মেখেছে সবটুকু সজীবতা
অপূর্ণতায় পূর্ণ তবুও জানি
পূর্ণতা আছে জুড়ে তার সবখানি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।