আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা ওঠলো প্রাণে

সুখীমানুষ

যে কথা ওঠলো প্রাণে দিলাম ঢেলে বায়ুর কানে, ও বাতাস যা যারে বয়ে দিস বলে, তারে দিসরে বলে। সে আমারে করুক বরণ আমার সকল করুক হরণ, বড় জ্বালা এই মন নিয়ে মুক্তি মিলবে তারে দিয়ে। শুন্য হতে, নিঃস্ব হতে বসে আছি তুমি এলে তবেই বাঁচি, বুঝবে কি সে কথা বাতাস কি ক'ল সে শংকা মনে রয়েই গেল। ০৭-০৯-০৯, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।