সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
কোথায় সেই মুসলিম আজি কোথায় ঈমান বল
আনন বেয়ে গড়িয়ে পড়ে চোখের লোনা জল,
হয়না কেন ঐক্য গড়া জড়িয়ে ঈমান ধন
আজ ঈমানের পরশ হারা মনের গহন বন,
হঠাৎ করে আজকে কারা উঠল যেন মেতে
খোদার রশি ছিন্ন করে তাগুতের পথ পেতে,
হামলে পড়ে দ্বীনের ঘরে নিদ্রা কাতর খবরদার
থেকোনা আর ঘুমের ঘোরে যাঁরা দ্বীনের পাহারাদার,
পথ হারা এই মানুষ গুলো হারিয়ে দ্বীনের আলো
দেখছে শুধু সম্মুখ পানে অমানিশার কালো,
ঈমানের আজ দাবী যাদের এগিয়ে এসো তাঁরা
শুধরে দিতে ভ্রষ্ঠ পথে নষ্ট হলো যারা,
তোল আড় করে মনের মাঝে ইবলিসের ঐ ফাঁদ
আছড়ে পড়ে হৃদয় হতে চাঁপা কান্নার আর্তনাদ,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।