আমাদের কথা খুঁজে নিন

   

মা আগামী আইপিএলএ দুই পাঠানকে একদলে চান

DO I NEED TO REMIND THAT I RULE

ভারতের একটি জনপ্রিয় টকশোতে রোববার উপস্থিত হন ভারতের ক্রিকেটের জাতীয় দলেই দুই তারকা এবং দুই ভাই ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। ফারাহ খানের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে এই দুই তারকার জীবনের আড়ালে থাকা নানান কথা উঠে আসে। ফারাহার মজার মজার কথায় দুই ভাই ভালই মেতে উঠেছিলেন। কথোপকথনের মাঝে ফারাহার প্রশ্ন ছিল আইপিএলএ দুই দলে খেলার ফলে ভাইদের অনুভূতি কেমন হয়, যখন তারা মুখোমুখি হন। এর প্রথম উত্তর অবশ্য ইরফান থেকেই আসে।

তিনি বলেন, আমরা একে অপরকে প্রতিপক্ষ হিসেবেই দেখি। ইউসুফ এর সাথে যোগ করে বলেন, আমরা দুই ভাই যখন ভিন্ন দলে খেলি, সেই ম্যাচ আমাদের পরিবারের জন্য দেখা বেশ কঠিন সাধ্য হয়ে পড়ে। ফারাহ আবার জানতে চান, সাপোর্ট বেশী কে পায় পাঞ্জাব নাকী রাজেস্থান। ইরফান তার ভাইকে দেখিয়ে বলেন, সেই বেশি সাপোর্ট পায়। ইউসুফও একমত হয়ে বলেন, আমি পুরো পরিবার ও রোনের সাপোর্ট পাই।

এ সময়ই ইরফান হেসে জানান, অইপিএল শেষ না হতেই মা আমাদের বললেন, তোমরা পরবর্তিতে একই দলে খেলবে কারণ, আমার পক্ষে এত প্রেসার নেয়া এখন আর সম্ভব হয় না। দি এডিটর-ডেস্ক-এনজেড-০৬.০৯.০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।