মাথা খালি :(
তোমার বৃষ্টি ভেজা চুল
ভেজা কানের দুল
হঠাৎ পরে মনে
দু এক ফোঁটা বৃষ্টি তাই
আমার চোখের কোণে।
তোমার ভেজা মুখখানি
চিবুকে লেগে থাকা পানি
ভাবছি মনে মনে
দু এক ফোঁটা বৃষ্টি তাই
আমার চোখের কোণে।
তোমার বৃষ্টি ভেজা চুরি
ভেজা পায়েল এর যাদুর ই
সাথে ভিজে হাসছ ক্ষণে ক্ষণে
দু এক ফোঁটা বৃষ্টি তাই
আমার চোখের কোণে।
হয়তো বৃষ্টি এখন নেই
তবু আগের মত সেই
তোমায় ভাবি আনমনে
দু এক ফোঁটা বৃষ্টি তাই
আমার চোখের কোণে।
(ভুলে মুছে ফেলেছিলাম.... তাই রিপোস্ট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।