আমাদের কথা খুঁজে নিন

   

আজ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ -এর ৩৮তম শাহাদাত বার্ষিকী

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
খবরটা সব পত্রিকায় হয়ত আসেনি! আর যেসব পত্রিকা একটু মনে করে ছেপেছে, তাও বেশ ভেতরের পাতায়, সাদামাটা ভাবে একটা অস্পষ্ট ছবি সহকারে, এক কলামের একটি প্রতিবেদন! আমি নিজেও যে খুব মনে রেখেছি তাও নয়! ইত্তেফাকের এগারোর পাতায় সারা দেশ নামক বিভাগীয় খবরগুলোতে যথেষ্ট অমনোযোগ নিয়ে চোখ বুলোচ্ছিলাম। নেহায়েত পাতা উল্টাতে গিয়ে বুড়ো আঙ্গুলের নীচে চাপা পড়া খবরের শিরোনামে চোখ আটকালো বলেই রক্ষে! ব্লগারদের ওপর অনেক আস্থা, তাই চটজলদি ব্লগে একটু চোখ বুলিয়ে নিলাম। কিন্তু অন্যান্যবারের মত কীর্তিমানদের জন্ম-মৃত্যুবার্ষিকীতে "লাল সালাম" -এর ঢল চোখে পড়লোনা মধ্যরাত থেকে এখন পর্যন্ত! (ভুল হলে ক্ষমাপ্রার্থী) ছোটবেলা থেকেই নামটি পড়া-শোনা-লেখা হয়েছে বহুবার। সাতজন বীরশেষ্ঠ সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তেমনি একটি জ্বলজ্বলে নাম - বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। আজ তার ৩৮তম শাহাদাত বার্ষিকী।

সংক্ষিপ্ত জীবনী : যশোর জেলার মহেশখালি গ্রামে ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারী জন্ম হয়েছিল এই বীরের। তাঁর পিতা ছিলেন মোহাম্মদ আমানত শেখ এবং মাতা মোসাম্মত জিন্নাতুন্নেসা খানম। নূর মোহাম্মদ স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেনী পর্যন্ত পাঠ সম্পন্ন করেন। ১৯৫৯ সালের ১৪ই মার্চ তালিকাবদ্ধ হন পূর্ব পাকিস্তান রাইফেলস -এ। যশোহরের গোয়ালহাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক সন্মুখ সমরে সহযোদ্ধাদের অবস্থান যুদ্ধক্ষেত্রে সুসংহত করতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন।

নূর মোহাম্মদ একাই মৃত্যুর দিকে এগিয়ে গেলেও ততক্ষণই লড়েছিলেন যতক্ষণ পর্যন্ত না তার সঙ্গীদের অবস্থান নিরাপদ হয়। ব্লগে পোস্টের সাথে একটা ভাল ছবি দেব এই আশায় গুগলে সার্চ দিয়ে খুব দূর্লভ কোন ছবি পাইনি! একাত্তরের বীরদের নিয়ে বিভিন্ন তথ্যমূলক সাইটগুলোতে যাও বা আছে তা মূলত স্কেচ। এসব সাইটগুলোর তথ্যও বলতে গেলে একিই রকম এবং খুব বেশী বিস্তারিত নয়। বিডিনিউজ২৪.কম -এ নূর মোহাম্মদের মৃত্যু বার্ষিকী নিয়ে কোন খবর না পেলেও, হাতের কাছে প্রথম আলো না পেয়ে, অনলাইনে খুঁজে "দেশ বিভাগ" -এ সংক্ষিপ্ত খবর হিসেবে পেলাম। New Age -এও খবরটি ছেপেছে।

তবে সমকালের অনলাইন সংস্করণের প্রথম পাতা, শেষের পাতা, লোকালয় ঘুরেও নূর মোহাম্মদকে নিয়ে কোন খবর চোখে পড়লো না! খবরের লিংক: ইত্তেফাক : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী আজ প্রথম আলো : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যু বার্ষিকী আজ New Age: 38th death anniv of Birshrestha Nur Mohammad today The Daily Star: Death anniversary of Birshreshtha Nur Mohammad today পরিলক্ষিত যে, সব কর্মসূচী বিষয়ক কিছু ভিন্নতা ছাড়া সব কটি পত্রিকাই প্রায় একি রকম কথাই লিখে গেছে; এমনকি শিরোনামটাও। ইত্তেফাক অবশ্য তেমন জোরালে ভাবে না হলেও কিঞ্চিত আলোকপাত করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে - দেশ স্বাধীনের ৩৮ বছরেও রাষ্ট্রীয়ভাবে পালিত হয়না বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্ম ও মৃত্যুবার্ষিকী !!! আড়ম্বরতা না হোক, শোক সভা না হোক, ভাস্কর্য না হোক, মিলাদ না হোক, অন্তত মনের গভীরে এমন বীরকে শ্রদ্ধা জানাতে ভুলো না হে বাঙালি ! =============================== অনেক আগে দেয়া ব্লগার অচেনা বাঙালি'র একটি পোস্ট : Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।