আমাদের কথা খুঁজে নিন

   

আহা শূন্য দশক: ১

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

ঢাকা শহরে আইসা অনেক কুয়ার ব্যাঙই মনে করলো, দুনিয়া বুঝি ওগো নাগালেই চইলা আইলো। চানপুর থাইকাও আইলো এক ব্যাঙ। মফস্বলের কোলাব্যাঙ, শহরের সীসা নাকে ঢুকতেই টাল। যারেতারে যাতা কয়। হোলপাকা ব্যাঙ।

নামের আগে শ্রী লাগাইলো, ভাবিলো শ্রী বুঝি বৃদ্ধি পাইবে। কোমলগান্ধার নাম লাগাইলেই যে কোমল হওয়া যায় না, তা বুঝতে বেশিদিন বুঝতে হয় নাই নগরবাসীর। চানপুরের মাল, গডফাদার খুইজা নিতে বেশি দেরি হইলো না। নির্লিপ্ত স্বভাবের ধান্ধাবাজও জুইটা গেলো লগে। দয়ায় এখন ওরা নিয়মিত মদ খায়, এরেওরে গাঞ্জাখোর কইয়া গাইল পাড়ে।

গডফাদাররে ফাদার মনে কইরা ঢাকা শহরে বুক ফুলাইয়া চলা শুরু করলো। ফাদারের পুটকি মারা স্বভাবের খবর জানে না বোধ হয়। অথবা জেনেশুনেই বিষ পান। তরল! আহা সাকুরা বার। প্রথম আলোতে কবিতা ছাপা হয়, কবিতার সন্তুষ্ট দৌড় ওই পর্যন্তই।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।