প্রথম পর্ব
বাস ষ্টপে এলে ইদানিং
আর কাউকে চেনা যায়না,কাউকেই না
উস্কো খুস্কো চুলের অল্প বয়সী ছেলে,
কপালে ভাজ পড়া বয়সী বুড়ো,
শিশু কোলে নিয়ে মা,
সুবেশ তরুন তরুনী,
অফিস ফেরত ঘর্মাক্ত নারী পুরুষ-
দেখি শ্বাপদের মত চোখ জ্বলে সবার!
তারা বাস ষ্টপ জুড়ে হাঁটে,
বিড়বিড় করে, আঙুল দিয়ে আঁচড় কাটে বাতাসে,
হায়নার মত পরস্পরের দিকে দাঁত বের করে
ভেংচি কাটে,চোখ রাঙায়,
ঠোটের ফাঁক দিয়ে চাপা ধমক দেয়
গররররর.........
দ্বিতীয় পর্ব
আর বাসটা কাছে আসতেই ঝাপিয়ে পড়লাম
মধ্যাকর্ষনের বিপরীতে
আমি আর আরো অগুনতি মানুষ
আর বাসের ভেতরে ঢুকতেই
(যারা উঠতে পারলাম আরকি !)
আমরা স্বাভাবিক হতে থাকলাম
আমরা ক্রমাগত ভালো হতে থাকলাম
নখরগুলো লুকিয়ে রাখলাম থাবায়
চারপাশে হাসিমুখে তাকিয়ে দেখি
পারস্পরিক কি ভীষন বন্ধুতা আমাদের!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।