প্রায় ২ মাস পরে অফিস ছুটি নিয়ে আমাদের বাসায় গেলাম।
সকালে রওনা দিসি। পৌছালাম রাত ১১টায়।
গিয়ে দেখলাম আমার রুমে আমার এক আন্টি ঘুমাচ্ছে। উনি অসুস্থ আমাদের বাসায় আসছেন ডাক্তার দেখাবেন বলে।
রাতে আর কথা হলো নাহ, যদিও ওনার সাথে আমার ৫/৬ বছর পরে দেখা। ওনার বিয়ের পরে একবার আমাদের বাসায় আসছিলেন, সেই লাস্ট দেখা। উনি আমার সাথে ফ্রেনড এর মতো। ১/২ বছর পার্থক্য হবে ব্য়স। গ্রামে থাকেন তাই দেখা হয়না অনেকদিন।
আমি ও আর তাকে ডাকলাম নাহ, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম।
ওনার সকালে অনেক তাড়াতাড়ি উঠার অভ্যাস, আর আমি তো ৯/১০ টার আগে ঘুম থেকে উঠব নাহ।
আরে উনি সকালে ৬টায় ঘুম থেকে উঠে আমাকে বলে কি, এই তোমার চুলে কি করছ বল?
আমি তো ঘুমের ঘোরে, একটু একটু চুখ খুলে ওনার কথা বুঝার চেষ্টা করছি।
আবার একই কথা "এই তোমার চুলে কি করছ বল?"
আমি তো অবাক , ভয় ও পেলাম আমার চুলে আবার কি হল, রাতে ঘুমের মধ্যে?
ভয়ে আমার ঘুম-টুম চলে গেছে।
বললাম কি করছি মানে কি?
উনি বলে, "তোমার চুল এমন সিল্কি আর স্ট্রেইট হলো কেমনে? পার্লারে গিয়ে করছ না? কত টাকা নিয়েছে? আমি তো শুনছি এই রকম সুন্দর করতে অনেক টাকা নেয় পার্লারে ?"
আমার তো গেল চান্দি খারাপ হয়ে।
মনে মনে এই কথাটা আগে বলতে পারল নাহ?
শান্ত হয়ে বললাম: "এই কথা আগে বলতেন তাইলে আর আমি এখন উঠে আপনার সাথে বক বক করতাম নাহ, মজার ঘুম টাও ভাংতো নাহ"
উনি বলে : "বলনা পার্লারে কত টাকা নিসে তোমার কাছ থেকে?" সাথে সেইরকম একটা হাসি
আমি বললাম : " আপনি এই ফ্যকাসে চুল গুলা সিল্কি দেখলেন কেমনে? আর আমি কোন পার্লারে গিয়ে চুল স্ট্রেইট করিনাই, এইগুলা আগে থেকেই এমন। "
উনি বলে: "তোমাকে ছোট থেকে দেখছি তখন তো এত সুন্দর ছিল নাহ, আউলা-ঝাউলা ছিল"
আমি বললাম: "আপনি যখন দেখছেন তখন আমার চুল প্রায় ছেলেদের সাইজ ছিল, তখনতো বুঝার উপায় ছিল নাহ। আপনার সাথে আমার এত বছর পর দেখা, তাই আপনার মাথা ও আউলা হয়ে গেসে। শুধু আমার ঘুমটা মাটি করলেন। এই কাহিনী আমি ঘুম থেকে উঠার পরে করতেন!! "
সাথে সাথে উনি আম্মাকে ডাকল....
"আপা দেখ তোমার মেয়ে পার্লারে গিয়ে চুল সিল্কি আর স্ট্রেইট করছে, এখন সুন্দর লাগতেছে ঠিক আছে, কিন্তু ওর চুল একটা ও থাকবে নাহ, সব পড়ে যাবে।
হিহিহি তোমার মেয়ে টাকু হয়ে যাবে "
আম্মা ও হাসতেছে। বোলে ওকে জিগ্গেস কর কেন পার্লারে গিয়ে সিল্কি আর স্ট্রেইট করল।
এমনিতে উনি আমার কথা বিশ্বাস করতেছে নাহ, তার উপর আম্মাও
আম্মা কিচেন এ চলে গেল, উনি আবার একই প্রশ্ন !!!!!
ওনাকে বললাম কি বললে আপনি আমার কথা বিশ্বাস করবেন? ওকে চলেন আপনার চুল ও এমন করে দেই।
উনি বলে " নাহ আমার চুল এমনিতে কম, তার উপর টাকু হবার ইচ্ছে নাই, আসলে সিল্কি চুল আমার খুব সুন্দর লাগে"
এইবার আমি একটু ভাবলাম.। আসলেই কি এত সুন্দর আমার চুল
আয়নায় গিয়ে দেখলাম, কতদিন চুলের দিকে তাকাই নাহ এইভাবে...
নাহ একবার চুল সুন্দর লাগে আর একবার লাগে নাহ...
আহা এইভাবে যদি কোন ছেলে আমার চুল গুলা সুন্দর কইত, তাইলে ধন্য হইত চুল আমার
উনি বিকালে চলে গেলেন, যাবার সময় বললেন " তুমি কিনতু বললে নাহ কত কাটা দিয়ে এমন করছ"
আমি...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।