সারা দেশে ব্যাঙের ছাতার মতো এন জি ও গুলো কিলবিল করছে। এরা বিশেষ করে গ্রামের সাধারণ লোকদের বিশেষ করে মেয়েদের নানান কথায় ভুলিয়ে যে ঋণ দিয়ে থাকে, সেই ঋণ পরিশোধের নামে এরা ঋণগ্রহীতাদের পুরোপুরিভাবেই সর্বস্বান্ত করে চলেছে। ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর সুযোগ্য বংশধর এসব এন জি ও গুলো এমনি করে নিজেদের নধর দিন দিন স্ফীত করে চলেছে। এদেরকে এখনি না থামালে সর্বস্বান্তদের ভারী নিঃশ্বাসে পূর্ণ হয়ে উঠবে দেশের বাতাস। সুতরাং যেখানেই এন জি ও, সেখানেই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি ব্যাংকে বিপুল পরিমাণ অলস টাকা ফেলে না রেখে এই টাকা সু্যটেড বুটেডদের ঋণ না দিয়ে সাধারণ লোকদেরকে সহজ শর্তে ঋণ দিলে দেশের অর্থনৈতিক মন্দাভাবটাও অচিরেই কাটতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।