আমাদের কথা খুঁজে নিন

   

আনু মুহাম্মদের উপর হামলা, খালেদার দেখতে যাওয়া..... অতপর: হাততালি....



আনু মুহাম্মদের উপর হামলার পর অনেকেই নিন্দা জানিয়ে, ক্ষোভ প্রকাশ করে ব্লগে লিখেছেন বা এখনো লিখছেন। ন্যাক্কার জনক এই ঘটনার জন্যে আমি প্রায় বাক হারা, ইচ্ছে ছিলো না তবু ও লিখছি। অন্তত: বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসার ৮ মাসের মাথায় আলীগ এতটা বেপরোয়া হবে কল্পনা ও করিনি। আনু মুহাম্মদ যদি রাজনীতীবিদ হতেন, তাহলে তাও মেনে নেওয়া যেতো। কিনতু ....... খালেদা আনু স্যারকে সহানভূতি জানাতে হাসপাতালে ছুটে গেছেন, ভালো, খুব ভালো......চলেন হাততালি দেই, নিজামী কোথায় ? তুমি ও আসোনা সহানভূতি জানাতে!!!!!! অনেকেই অলরেডি আপোষহীন নেএীর বন্দনা ও শুরু করে দিয়েছেন... শাবাশ বাংগালী.....শাবাশ। কত শর্ট মেমোরী আমাদের........ ধরুন ঘটনাটা যদি বি এন পি-জামাতের আমলে ঘটতো...... জননেএী তার দলবল নিয়ে হাসপাতালে যেতেন আনু স্যারকে দেখতে, আর করুন মুখে টেলিভিশনের পর্দায় বি এন পি-জামাতের নিন্দা করতেন... আমরা আবারো হাততালি দিতাম। আসলে আমরা সাধারন জন গন হচ্ছি .... নিতান্তই সাধারন। ঐ সব কুলাংগার রাজনীতীবিদ, মন্এী , এমপি, সরকারী আমলারা হচ্ছেন অসাধারন!!! তারাইতো দেশটাকে চালান, তাদের অপার করুনাতেইতো আমরা , আনু স্যাররা বেচে আছেন । সুতরাং তাদের মতের বাইরে গেলেতো একটু-আধটু পিটুনী খেতেই হবে!!! অপজিশানরা আপনার পিঠে হাত বুলাবে, আর পজিশানে গেলেই ডান্ডা!!!! অতএব , আমি জানিনা আমাদের ভবিষ্যত কী ।শুধুই কি সহানুভূতি, ডান্ডা, হাততালি.............বৃত্ত ঘুরে আবারো সহা..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।