আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সাবিনা ইয়াসমীন

!!!
সাবিনা ইয়াসমীন, বাংলাদেশের গানের পাখী, যার গানে বাঙ্গালী শ্রোতামাত্রই মুগ্ধ। সাবিনা ইয়াসমীন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। অর্থাৎ আজ তাঁর জন্মদিন। শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে এম, এ পাস করেন।

আট বছর বয়সে রেডিও-তে ছোটদের আসর 'খেলাঘরে' তিনি প্রথম সংগীত পরিবেশন করেন। তিনি ১৯৬৫ সালে টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সাবিনা ইয়াসমীন ওস্তাদ পি, সি, গোমেজের নিকট উচ্চাংগ সংগীতে তালিম নেন। এক হাজার পাঁচশ এরও বেশী ছায়াছবিতে কন্ঠ দিয়েছেন। সেরা কন্ঠের গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পেয়েছেন ১২বার।

ছবিগুলো হলো- সাধারণ মেয়ে (১৯৭৫), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯), কসাই (১৯৮০), চন্দ্রনাথ (১৯৮৪), প্রেমিক (১৯৮৫), রাজলক্ষী শ্রীকান্ত (১৯৮৭), দুই জীবন (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), রাধাকৃষ্ণ (১৯৯২), দুই দুয়ারী (২০০০), দুই নয়নের আলো (২০০৬)। ক্যান্সার হাসপাতাল গড়তে একত্রীত হয়েছেন গুণীজনদের সাথে ৫বার বাচসাস পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৪ সালে 'একুশে পদক' লাভ করেন। ১৯৮৫ সালে ভারতের 'বিশ্ব উন্নয়ন সংসদ' সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে এবং 'সংসদ রত্ম' সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি ভারতে ১৯৯২ সালে বি, এফ, জে, এ কর্তৃক 'সজনী গো সজনী' ছায়াছবিতে কন্ঠদানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে নির্বাচিত হন।

সংগীতের ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবিনা ইয়াসমীনকে ১৯৯৬ সালে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়। উপরে রুনা লায়লার সাথে, নিচে কন্যা বাঁধনের সাথে শিল্পী সম্পর্কে আরো কিছু তথ্য: পিতা: লুৎফুর রহমান মাতা: মৌলুদা খাতুন নিজ জেলা: সাতক্ষীরা প্রিয় সংগীত শিল্পী: মেহেদী হাসান, শাহনাজ রহমতউল্লাহ ও রুনা লায়লা প্রিয় গান: “তুমি কি এমনি করে থাকবে দূরে” - শ্যামল মিত্র যে গান জীবনের সত্য প্রকাশ করে: “যখন পড়বে না মোর পায়ের চিহ্ণ এই বাটে” - রবি ঠাকুর প্রিয় অভিনেত্রী: স্মিতা পাতিল, কবরী সারোয়ার প্রিয় চলচ্চিত্র: সোফিয়া লরেনের “সান ফ্লাওয়ার” প্রিয় মঞ্চ নাটক: “মেরাজ ফকিরের মা” - আবদুল্লাহ আল মামুন কবিতার প্রিয় পঙক্তি: “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত” -সুভাষ মুখোপাধ্যায় প্রিয় উপন্যাস: “চৌরঙ্গী” - শংকর প্রিয় চিত্রকর্ম: লিওনার্দো দ্যা ভিঞ্চি’র “লাস্ট সাপার” প্রিয় খেলোয়াড়: দিয়াগো ম্যারাডোনা অবসর: বন্ধুদের সাথে তুমুল আড্ডা চট্টগ্রামে একই মঞ্চে শাহনাজ রহমতউল্লাহ ও রুনা লায়লার সাথে শিল্পীর গানসমূহের লিংক: ■ চলচ্চিত্র ও অন্যান্য গান (১ম পর্ব) - ২০০টি ■ চলচ্চিত্র ও অন্যান্য গান (২য় পর্ব) - ৮১টি ■ কবীর সুমন’এর সাথে দ্বৈত গান - ১০টি ■ দেশের গান - ২১টি ■ রুনা লায়লা’র সাথে গান - ২২টি ■ জনপ্রিয় বাংলা গানের হিন্দি সংস্করণ - ১২টি ■ হিন্দি/উর্দু গান - ০৮টি স্বামী কবীর সুমনের সাথে অডিও এ্যালবামের প্রচ্ছদে _______________ তথ্য ও ছবি: ইন্টারনেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।