মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। গত সোমবার,তারিখঃ ১১/০২/২০১৩ - ১৫:০৫ সময়ে অমি পিয়ালের ব্লগে লেখাটি পোষ্ট করা।
পোষ্টের শিরোনাম (সতর্ক বার্তা অমি পিয়াল সহ যারা আমাদের প্রজন্ম চত্বরের আন্দোলনকে দলীয় করনের চেষ্টায় লিপ্ত। )
প্রথম থেকেই চুপ থেকেছি এই মনে করে যে, ৫২ র ভাষা আন্দোলন ৬২ র শিক্ষা আন্দোলন ৬৮ ও ৬৯ এর গন অভূথ্থান সর্বপরী ৭১ এর মুক্তিযুদ্ধ সহ যে সকল গন জোয়ার সৃষ্টি হয়েছিল তা থেকে সবাই শিক্ষা গ্রহন করবে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রজন্ম চত্বরে প্রথম দিকে যাদের দেখি নাই আজ তারা টিভি সহ মিডিয়ায় নিজের নাম প্রচারে ও নিজ নিজ দলের দালালীতে ব্যস্ত হয়ে গেছেন।
যা মোটেও কাম্য নয়।
প্রথম দিন রাতে একটা সময় দেখা গেল আমরা মাত্র ১৫/২০ জন, যেখানে দেখা যায়নি এ সকল দলীয় দাললদের। তাই তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলছি আমাদের দাবী নিয়ে যদি আপনারা কোন খেলায় লিপ্ত হন তার পরিনতির জন্য প্রস্তুত থাকতে।
এই গন জোয়ারের সুযোগ নিয়ে যারা নিজেদের আগের গোছানোর কাজে ব্যস্ত তাদেরকে বলছি আমরা যারা এই আন্দোলন শুরু করেছি আমাদের কাছে প্রথম দিনের ছবি সহ ভিডিও ক্লিপও আছে যেখান থেকে মুল আন্দোলনের স্রষ্টাদের গুনে গুনে বের করা যাবে। আমরা মিডিয়া কাভারেজ বা নাম ফুটানোর জন্য এই আন্দোলন শুরু করি নাই।
আমরা এখনো সামনে প্রকাশ হইনি প্রয়োজন পড়লে হাজির হব সব ছবি ও ভিডিও ক্লিপ সহ মিডিয়ার সামনে। অতএস সুবিধা ভোগীরা সাবধান।
এই পোষ্টটি করার পর চটি পিয়লের মুরিদগন তাদের গুরুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত চটির ভাষার পরিক্ষা দেয়ার মহড়া শুরু করলো। যা দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।
যে সকল ব্লগাররা মনে প্রানে দেশকে ভালোবাসেন তারা নিচের শিরোনামে আমার লেখাটিতে নিজ নিজ মতামত জানান।
"স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া। "
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।