যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস
ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের কাছে সহায়তা হিসেবে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
গত অর্থবছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে চার শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করলেও আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের এ টাকা প্রয়োজন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
তিনি বলেন, পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে 'অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে' বিজিএমইএ সরকারের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্য থেকে ৩ হাজার কোটি টাকার সহায়তা চাচ্ছে।
এ সহায়তা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে মুর্শেদী বলেন, "স¤প্রতি আমাদের সাধারণ সভায় দেড় হাজার পোশাক শিল্প মালিকের ৪০ শতাংশ বলেছেন, ব্যবসা খারাপ হওয়ায় ঈদে তারা শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবেন না। "
পোশাক শিল্পের অর্ডার চলতি অর্থবছরের প্রথম দুমাসে আগের অর্থবছরের চেয়ে ১৫-২০ শতাংশ কমেছে জানিয়ে তিনি বলেন, "এ জন্য ঈদে অনেক পোশাক শিল্প মালিকদের জন্য নির্দিষ্ট সময়ে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। "
বিজিএমইএ নেতারা গত কিছু দিন ধরে সরকারের কাছে প্রণোদনা প্যাকেজ দাবি করে আসছেন। মন্দার মধ্যে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও এর আগে কয়েকবার সংবাদ সম্মেলন করে জানান তারা।
তবে দেশের রপ্তানি তথ্যে বিশ্বমন্দার মধ্যেও পোশাক শিল্প খাতে নেতিবাচক প্রভাবের উল্লেখ নেই।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ৫৯০ কোটি মার্কিন ডলারের উভেন পণ্য রপ্তানি হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ১৩ ভাগ বেশি। আর ২০০৭-০৮ বছরের তুলনায় এর প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ৫৪ শতাংশ বেশি।
অন্যদিকে ২০০৮-০৯ অর্থবছরে নিটওয়্যার রপ্তানি হয়েছে প্রায় ৬৪০ কোটি মার্কিন ডলারের যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৫ ভাগ কম। তবে ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় এর প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ২১ শতাংশ বেশি।
মুর্শেদী বলেন, "বিশ্বমন্দার কারণে ১০৭টি কারখানা বন্ধ হয়ে ৫০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
"
সংবাদ সম্মেলনে বিজিএমইএ মোট রপ্তানিমূল্যের ৩০ ভাগের ওপর প্রতি ডলারের বিপরীতে ১০ টাকা অতিরিক্ত বিনিময় হার, পোশাক শিল্প খাতের সব ধরনের ঋণের সুদের ওপর কমপক্ষে পাঁচ শতাংশ ভর্তুকি এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত প্রতি লিটার ডিজেলে ১০ টাকা করে ভর্তুকি দেওয়ারও দাবি জানায়।
সূত্র : বিডিনিউজ২৪.কম : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।