আমাদের কথা খুঁজে নিন

   

'দ্য ওয়্যার': আমেরিকার সেরা টিভি সিরিজ

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

গত কয়েকদিন যাবৎ টানা 'দ্য ওয়্যার' (The Wire) দেখছি। এরকম অসাধারণ টিভি সিরিজ আমি কম দেখেছি। ওয়্যার আমি কিনি 'টাইম' ম্যাগাজিনের একটা রিভিউ দেখে। 'ম্যাড মেন' নামে আরেকটা দারুণ আমেরিকান টিভি সিরিজের তৃতীয় সিজনের প্রিভিউ পড়তে গিয়ে দেখি ওয়্যারকে এরও উপরে স্থান দেয়া হয়েছে। ম্যাড মেনেরও উপরে, বলে কি! বেশ আগ্রহ জাগায় কিনে আনলাম।

এরপর যাকে বলে 'জাস্ট ব্লোন এওয়ে'; উড়ে গেলাম। ইন্টারনেট মুভি ডাটাবেসে (আইএমডিবি) 'দ্য ওয়্যার' এর স্কোর ৯.৭। মেটাক্রিটিকে দ্য ওয়্যারের রেটিং ৯.৮। তবে যা বললাম, এসব রেটিং আমি আগে দেখিনি। চার সিজন ওয়্যার দেখে তবেই এসব রেটিং দেখা আর ইন্টারভিউ পড়া শুরু করেছি।

(চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।