...
হ্যাঁ.... ম্যাঙ্গো পিপলের দুর্ভোগের কথা ভেবে এবার লিনাক্সের সবচেয়ে জনপ্রিয় সংস্করণে ছাড়া হয়েছে অভ্র ফোনেটিক। যা কিনা সবার সবচেয়ে প্রিয় একটি বাংলা টাইপিং পদ্ধতি(আমার নয়, কেননা আমি কোনোদিনও ব্যবহার করিনি )। এই পদ্ধতিতে টাইপিং শেখা সবার মতে সবচেয়ে সহজ কেননা এটি অনেক বেশি ফোনেটিক বান্ধব।
সুতরাং এবার থেকে কেউ আর অজুহাত দিতে পারবেন না উবুন্তু ব্যবহার করতে পারিনা কারণ তাতে আমার বাংলা নেই।
এখন উবুন্তুতে আছে:
১. ইউনিজয় -scim-m17n bn-unijoy
২. অভ্র ফোনেটিক
৩. প্রভাত ফোনেটিক
৪. ইনস্ক্রিপ্ট
৫. কাস্টোমাইজ করার সুবিধা।
বিস্তারিত জানুন এখান থেকে
যদি কারো ইনস্টল করতে সমস্যা হয় বা কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে তা এখানে জানাতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।