আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি তখন থেকেই প্রথম আলো পত্রিকা পড়ি। তখন পত্রিকায় মোহাম্মদ/মোছাম্মদ/ডাক্তার/ডক্টর প্রভৃতি বানানের সংক্ষিপ্তকরণের সময় মো. /মোছা. /ডা. /ড. প্রভৃতি বানান লেখা দেখে অবাক হতাম আর ভাবতাম পত্রিকায় ভুল বানান লেখা হয়। কেননা আমরা তো ছোট বেলা থেকেই শিখে এসেছি মোঃ /মোছাঃ /ডাঃ /ডঃ প্রভৃতি বানান। হঠাৎ এবছর জানুয়ারি মাসের ৩ তারিখে আমাদের নবম শ্রেণীর প্রথম ক্লাসেই বাংলা স্যার এসেই বললেন, আমরা যে কোন বানানের সংক্ষিপ্তকরণের সময় ঃ ব্যবহার করে থাকি যা মারাত্বক ভুল। ঃ একটি বণ মাত্র।
ঃ কখনও সংক্ষিপ্তকরণ চিহ্ন হিসেবে বসতে পারে না। ঃ ব্যবহার করলে মোহাম্মদ/মোছাম্মদ/ডাক্তার/ডক্টর প্রভৃতি শব্দগুলোর উচ্চারণ হয়-- মোহ্/মোছাহ্/ডাহ্/ডহ্ প্রভৃতি। নম্বর বানানকেও সংক্ষেপে লেখা হয়ে থাকে--নং। এটাও আরেক ভুল। প্রকৃতপক্ষে ইংরেজিতে যেমন Abbreviation এর ক্ষেত্রে ডট (.) ব্যবহার করা হয়, তেমনি বাংলাতেও সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে একবিন্দু (.) ব্যবহার করতে হবে।
বিষয়টি তখনও আমাদের ভাবিত করে। গত মাচ মাসে প্রথম আলো আলো আয়োজিত ভাষা প্রতিযোগে অংশগ্রহণ করি। তখন প্রথম আলোর সম্পাদক মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ বিষয়ে অনেক যুক্ত দিয়ে কথা বলেন এবং আমাদেরকে যে কোন বাংলা শব্দের সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে একবিন্দু(.) ব্যবহার করতে উপদেশ দেন। সেই থেকে আমরা প্রচলিত ভুলগুলো পরিহার করে রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ খুঁজি। কিন্তু বাংলা একাডেমীর অভিধান ও ব্যাকরণ বইতে প্রচলিত নিয়মেই লেখা হচ্ছে।
তবে এখন আমরা কোনটাকে সঠিক মনে করব? প্রথম আলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাকি বাংলা একাডেমীকে ?
--মিষ্টি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।