আমাদের কথা খুঁজে নিন

   

পরে জানিলাম তাহাকে আপু ডাকাই শ্রেয়

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

গত সেমিষ্টারে (সামার সেশন , কয় দিন আগেই শেষ হইল) কোর কোর্স না পাইয়া আউলা কোর্স হিসাবে নিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্যাশন । যাই হোক প্রথমে চিন্তাতে ছিলাম একা একা কি করুম না করুম । পরে দেখি ২-৩টা পরিচিত মুখ আছে । প্রথম ক্লাসে কিছু খেয়াল করি নাই । ২য় ক্লাসের কালেকশন দেখতে গিয়া দেখি গোনার মধ্যে আছে ৪ জন ।

এর মধ্যে ১ জন লিষ্টে প্রথম । কিন্তু ঝামেলা হইল বয়েজ লাইনে আমরাই জুনিয়র অতএব কি আর করা আমগো লিগা আঙুর ফল টক)। মাগার খোদার মনে কি চাইল কে জানে দেখা গেল সেই প্রথমা পর পর ৩ ক্লাসে অনুপস্থিত যেখানে আমি একাই ঐ ক্লাসগুলাতে পুরাপুরি উপস্থিত। ম্যাডাম আবার ক্লাসে লেকচার দেয় কোন নোট ফোট ফটোকপি দেয় না । অতএব প্রথমা আসিল আমার কাছে চাইল নোট , আমি ভাব নিয়া বললাম খাতা দেয়া যাবে না ফটোকপি কইরা নিতে পার ।

ফটোকপি করার সময় গেল কারেন্ট সে বলল খাতাটা সে আজকে নিয়া গেলে আমার সমস্যা আছে কি না? আমি বললাম আমি তোমারে কালকে কেমনে পাব ? সে তার মোবাইল নাম্বার দিল আমি দিলাম খাতা । সেই হইল শুরু , খাতার কল্যানে আমি অন্য কিছুর দিকে আগাইতে থাকলাম কিছু দিনের মধ্যে ক্লাসের পুলাপানের বদ( সিনিয়র গুলার) নজরে পড়লাম, তারা কিছুদিন পর দিল হাল ছাইড়া লগের গুলান বহুত আগেই ছাড়ছে। এর মধ্যে আইল ১ম মিড । যেদিন মিডের রেজাল্ট দেয় সেই দিন সে রেজাল্ট জানার লিগা আমারে আইডি নাম্বার কইতে কয় কইলাম সে কয় আরে তুমি ...... সেমিষ্টার মানে বাচ্চা ছেলে !!! তখন আমি তার আইডি নাম্বার দেইখা পুরা টাস্কি । কারন সে আমার ৫ ব্যাচ মানে পাক্কা ১.৫ বছরের সিনিয়র।

এই খবরটা দাবানলের বেগে সারা ক্লাসে ছড়ায়ে গিয়া আমারে একবারে ছ্যারা ব্যারা কইরা দিছিল। বি.দ্র> আমি এখন তারে আপুই ডাকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।