আমাদের কথা খুঁজে নিন

   

হে 'ইশ্বর-পিতা' হাজারি

সুন্দর সমর

হে 'ইশ্বর-পিতা' হাজারি তুমি মুক্তি পেয়েছে ভাবতেই আমার শ্বাস… থাক বাকিটুকু আর বললাম না। কেবল ডিজিটাল রাজত্বের সূচনার দিন থেকেই জানতাম তুমি আসবে। আসবে তোমার মতো আরো সবাই। কুমড়া যেমনে বসে থাকে বটির জন্য, গরু যেমনে বসে থাকে কসাইয়ের ছুরির জন্য বসে থাকে, আমরাও সে ভাবে বসে আছি হে গড ফাদার বা 'ইশ্বর পিতা'। তবে আমরা এও জানি 'ইশ্বর পিতা' থাকলে একজন 'ইশ্বর মাতা' মানে 'গড মাদার'ও আছেন। তিনিই ডিজিটাল আঙ্গুল নাড়েন আর বিচারক বরখান্ত হয় আবার চাকুরি ফিরে পায়, আধ ঘন্টায় আপীলের আবেদন নাকচ করে শীর্ষ আদালত, তারাই ইচ্ছাই মুক্তি তোমার মতো সকল পেশী পুরুষর মুক্তি হয়ে দেখা দেয়। হাজারি তোমরা নমস্য। আগামি বাংলাদেশ তোমাদের রক্ত খেলা দেখার অপেক্ষায়। হতে পারে সে রক্ত আমার কিংবা সহ কোনো ব্লগারের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।