আমাদের কথা খুঁজে নিন

   

আশে পাশেই খুনে আত্মীয়তা

পরিবর্তনের জন্য লেখালেখি

যে টানে ডুবেছে নাও, ছিড়ে গেছে পাল যে আঘাতে বুক আজ শূন্য কাঙাল আপনের হাতে শুরু যত হাহাকার; তবে, 'পর'কে দুষে আর বলো কি হবে? জখম যখন যা মিলেছে ফুলে , যে বিষ সঘন ঠোঁটে দিয়েছো তুলে- কাঁটাকে দুষে বলো আর কি হবে? পোড়া এ দু'চোখ ভরে দেখেছিলাম ! এই কি ভালো নয়? রই নিরবে, ঘুরে ফিরে এসে পড়ে নাম প্রেয়সীর , বিধাতার বুকে ছুড়ে নালিশের তীর যে আগুন জ্বেলেছি আমি নিজেরই হাতে , তাকে কি করে যাই আজকে নিবে? বন্ধুই আমি যদি করিনি বিচার ;তো, শত্রুকে দুষে বলো আর কি হবে? হৃদয়কে কাঁচে কেটে আয়না তোমার সাজিয়েছো, চাইনি তবু সুযোগ ক্ষমার সকল বিচারে প্রেম স্বপ্ন ছিলো , স্বপ্নকে দুষে বলো আর কি হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।