আমাদের কথা খুঁজে নিন

   

জেল থেকে ছাড়া পেয়ে হাজারি কথা বললেন সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে(!)



সন্ত্রাসের দায়ে অভিযুক্ত বহু ঘটনায় বিতর্কিত ফেনির সাবেক সাংসদ জয়নাল হাজারি জেল থেকে ছাড়া পেয়ে কথা বললেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে(!)। আজ দুপুরের কিছু সময় আগে ফেনী কারাগার কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। এরপর তিনি ফেনী জেলা শহরের রাজজীর দীঘির পাড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যান। সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। হাজারীর কারামুক্তি উপলক্ষে ফেনীর বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী কারা ফটকে সমবেত হয়।

ওই সময় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেল রোড ও কলেজ রোডে গাড়ি চলাচল ছিল বন্ধ। শহরে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। হাজারীর সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সহসভাপতি কোব্বাত আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। সমাবেশে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজারীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন রহমান। তার মুক্তি ঘিরে বিভিন্ন মহল থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে অভিযোগ করে হাজারী বলেন- চক্রান্তকারীরা তাকে নেত্রীকে (শেখ হাসিনা) বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিল।

তিনি বলেন-চক্রান্ত এখনও চলছে। তার মুক্তির পর ৫০০ বোমা ফাটানো হবে - গতরাতে এরকম পরিকল্পনা হয়েছিল বলে অভিযোগ করেন হাজারী। কিন্তু পুলিশ প্রশাসন তৎপর থাকায় তা হয়নি। সন্ত্রাসীরা যেন থানায় বসে গল্প করতে না পারে, আসামিকে ছাড়িয়ে নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে পুলিশের প্রতি আহবান জানান। হাজারী তার চাওয়া পাওয়ার কিছু নেই উল্লেখ করে বলেন - তিনি এখন শুধু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান নিয়ে মরতে চান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।