সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
ডঃ মোহাম্মদ ইউনুসের প্রতিঃ-
জোবরা’র গ্রামে জনম নিয়ে বিশ্বকে জয় করে
ঈদের খুশি পৌঁছে দিলে পনেরো কোটির ঘরে
দুর্যোগে আর দারিদ্রতায় জীবন যাদের কাটে
গৌরব-মালা পরালে তাদের বিশ্ব সভার হাটে
বাংলাদেশের নত মস্তকে মুকুট পরালে তুমি
তোমার গরবে গর্বিত হলো পূণ্য স্বদেশ ভুমি
বিশ্ব যেদিন তোমাকে জানাল স্বীকৃতি-সম্মান
কালের তৃষিত বাঙালী জাতির গর্বে জুড়াল প্রাণ
জগতের যতো নিন্দুকের দল অবাক তাকিয়ে রয়
কথা নয় কাজে দেখালে তুমি এ জাতিও পিছে নয়
পদ্মা মেঘনা কর্নফুলীতে জল র’বে যতদিন
ইউনুস, তোমার গৌরব গাঁথা হবেনা কখনো লীন
মাতৃভুমিকে দিয়ে গেলে তুমি এত বড় প্রতিদান
বাংলাদেশের পথে প্রান্তরে র’বে তার জয়গান
গরিব দুখিনী স্বদেশ ভুমির যে বিজয় দিলে এঁকে
সালাম তোমাকে হাজার সালাম হৃদয় গহন থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।