রনিনিোরনোে্নোানোনো
আমরা দেশে ইফতারিতে কত কিছুই না থাকে। নানান রকমের বাহারি খাবার। মনে হয় উপুস থাকাকে আমরা বালেন্সে আনতে চাই। কিন্তু উত্তর আমেরিকা আমাকে নুতন অভিজ্ঞতা দিল। এখানে অবিবাহিতদের জন্য মসজিদে বিনা টাকায় উত্তম ব্যবস্থা আছে।
আইটেম কেবল মাত্র খেজুর আর পানি। সবাই মসজিদে এসে জমা হতে থাকে। আজান এর সাথে সাথে,খেজুর আর পানি নিয়ে ইফতার করে। নামাজ আদায় হলে রাতের খাবার এর পালা। সামিয়ানা টানিয়ে,চেয়ার-টেবিল সাজান থাকে।
নামাজ পড়ে এসে সবাই লাইন ধরে। একজন একজন করে খাবার নিয়ে, টেবিল এ গিয়ে বসে পড়ে। আগে থেকে টেবিল এ পানীয় দেয়া থাকে। খাবার আইটেম প্রতিদিন বদল হয়। চিকেন এর দিন কেউ মিস করতে চায় না।
ভাগ্য ভাল হলে সেকেন্ড প্লেট নেয়া যায়। এভাবে প্রতিদিন চলে। কিন্তু অনেক গুলু মজার ঘটনাও দেখা গেছে। যেমন-বিশাল লম্বা লাইনের ভয়ে অনেকেই সুন্নত নামাজ বাদ দিয়ে লাইনের আগে থাকার চেস্টা করে। অনেকে নামাজ না পরে, গাড়ীতে বসে ওয়েট করে কখন নামাজ শেষ হবে আর তারা লাইন এর আগে যাবে।
অবিবাহিতদের জন্য হলেও,অনেক বিবাহিত তার বউ; বাচ্চা নিয়ে প্রতিদিন হাজির হয়। মাঝে মাঝে, কিছু অন্য রিলিজিওন এর মানুষ পরিচয় লুকিয়ে ওখানে খেতে আসে। কেউ কেউ ওখান থেকে খাবার এনে সেহেরি করে। কিছু টাকাওলা মানুষ এসবের ফান্ডিং করে থাকে। আমাদের দেশিও অনেক ছাত্র ওখানে যায়।
ফলে, খাওয়া শেষে আমাদের আড্ডা মারা টাও হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।