পাখি এক্সপ্রেস
ঘোর পর্ব
তারা আমাকে প্রচুর অভাব আর সম্ভাবনার মাঝখানে রাখলো।
ব্যস্ত দোকানপাট, আমার বিজ্ঞাপন বুদ্ধি আর নতুন কিছু অলংকারসহ
কবিতার মানচিত্র- বলা হচ্ছে নির্মাণকাজ শুরু হোক!
শহরে প্রচুর খালি বিলবোর্ডে আমার নাম লেখা হবে। সকাল হলেই
আবাসিক হোটেল থেকে নতুন শ্রম উঁচু দালানের ছাদে ঘাম ফেলবে।
আমাকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত রাত কয়েকটি পূর্ণিমার যৌথপ্রদর্শনী
এবং বাছাইকৃত সমপরিমান বসন্তের অবস্থান নিশ্চিত করে।
ঘোর
পুরোনো বাসের চাকার দোল, বিশৃঙ্খল খদ্দের, বালিকা গায়ের বাতাস-
আমি কেবল দৌড়াচ্ছি!
উঠোন পর্ব জ্যোৎস্না পর্ব জল পর্ব রোদ পর্ব পতন পর্ব মুখোশ পর্ব
কান্না পর্ব পতন পরবর্তী পর্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।