আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্ব

পাখি এক্সপ্রেস

পতন পরবর্তী পর্ব আজ কবিতা পোশাক পাল্টাবে বলে বিকেলের শুরুতে একবার তোমার একেবারে কাছে, মনে করো কানের ভাঁজে নি:শ্বাস...। আরও কিছু পর তোমার উপযোগী সন্ধ্যা এবং শাস্তি স্বরূপ আমার চেহারা আর একটি বুধবার রেখে এসেছে। রবি অথবা মঙ্গলও রেখে আসতে পারতো, কিন্তু ওই দু'বার আমার একক ছিলো না। একটি অভিশাপের চাঁদ তোমার হাতে ছিলো। ওসব আন্দাজ একদিন সত্য হতে হতে পুরো আমাকে মিথ্যা বানিয়ে হাঁপিয়ে উঠলো। নতুন একটি রেললাইন আর তরুন মেহগনির ফাঁকে ফাঁকে বুনো ফুল দেখতে বলে আমি ক্রমশ ঝাপসা হতে থাকি। ক্রমশ হলুদ আকাশ লাল হয়ে আগুন হলো। আমার কবিতা তোমার চোখে ধর্ষিতা রঙধনু, নগ্ন বৃদ্ধাঙ্গুল, টুকরো নুপুর আর তোমার বয়েসী স্তনের বদলে যাওয়াসহ বিবিধ বিরক্তি নিয়ে এসে মধ্যরাতের শেষে একটি পঙতিও নির্মাণ করতে পারেনি। এমন অর্থহীন অস্তিত্ব আমাকে নিয়মহীন ব্যর্থ করছে । উঠোন পর্ব জ্যোৎস্না পর্ব জল পর্ব রোদ পর্ব পতন পর্ব মুখোশ পর্ব কান্না পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।