আমাদের কথা খুঁজে নিন

   

ইভা তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

ফুটফুটে ছোট্ট মেয়ে ইভা। মা-বাবার অতি আদরের কন্যা। বয়স মাত্র চার বছর। পৃথিবীর রুপ রস কিছুই বুঝা হয়নি তার।

আর কোন দিন বুঝাও হবে। গভীর ঘুমে আচ্ছন্ন ইভা। কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম.....অবিরাম ভার সহিবে না আর.......। জ্বর হয়েছিল তার। আদরের কন্যার জ্বরে বিচলিত মা বাবা মেয়ে নিয়ে যায় ডাক্তারের কাছে।

ডাক্তার জ্বরের ওষুধ লিখেদেন। রিড ফার্মার "টেমসেট" নামের প্যারাসিটামল সিরাপ। মা তার আদরের কন্যার মুখে পরম মমতায় চামুচে করে বিষ তুলে দেন নিজেরই অজান্তে। কিডনি ডেমেজ হয়ে সকল স্নেহ, মায়া মমতার উর্দ্ধে চলে যান ইভা। এভাবে ইভাকে হত্যা করা হয়।

হত্যা করে এক শ্রেণীর মুনাফা লোভী ব্যবসায়ী। যারা অল্প টাকা বেশী লাভ করার জন্য ওষুধে জেনে শুনে বিষ মেশায়। আমাদের সন্তানদের ঠেলে দেয় মৃত্যুর দুয়ারে। ধিক্কার জানানোর ভাষা নেই। ইভা মামনি, তুমি ক্ষমা করো আমাদের।

আজকের (১ সেপ্টেম্বর'০৯) প্রথম আলোতো এ বিষয়ে কথা সাহিত্যিক আনিসুল হকের এই শিশুকে আমরা হত্যা করেছি শিরোনামের হৃদয়ভেজানো লেখাটি পড়তে পারেন এই লিন্কে গিয়ে....... Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।