আমাদের কথা খুঁজে নিন

   

হে বসন্ত বৈরী

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... সুপ্রাচীন মহাকাব্যের চিত্রণে আজ জেগেছে কালপুরুষ দীর্ঘ সাধনার প্রিয় আরাধ্য চাওয়ার প্রাপ্তিতেই হোক শেষ; কামনার কুহকে কিংকর্তব্যবিমূঢ় কান্তারে করি কাম্য প্রিয়ার পরিপূর্ণ প্রেমো বন্ধনে বন্দী হয়ে হতে চাই ধন্য। চঞ্চলো চপলো নীলাম্বরীর নীল নীল নয়নে নিমগ্নতা নিষ্প্রাণ ধুধু জীবনে বশ্যতা করিব স্বীকার পেতে পূর্ণতা, এই মনের বিষাদনীলিমায় বিষাক্ত বিষণ্ণতার প্রকাশ মুক্তির মন্দিরে আসবেই আসবে তুমি এ আমার বিশ্বাস। অকালের আকালে সর্বংসহা জীবনে নিঃসঙ্গ পৌরুষ আরাধ্য সন্তাপের ত্বরে কতোটা বিক্ষুদ্ধ হৃদয়ের উন্মেষ! উদভ্রান্ত যৌবন তৃষ্ণায় তৃষ্ণার্ত প্রেমে আজো বন্য হয়ে হন্য কামনার কাননে দূরন্ত ফাগুনে ভ্রমর হতে চায় ধন্য। কি চাও প্রিয়া কতটা মূল্যে পেতে পারি নিখাদ ভালবাসা কতটা ত্যাগে পরিপূর্ণ হবে এই অধমের অপূর্ণ আশা? যদি তর্জনী হেলাও দিতে পারি জীবন ছাড়বো বর্ণ গোত্র এ জীবনের হোও রাণী সেথায় থাকুক না তোমার রাজত্ব। জেনে রেখো পাবেই পাবে আমার হাজার লক্ষ কোটি চুম্বন তোমার বক্ষের পর্বত চূড়োয় হোক লাভার উদ্‌গীরণ, সিংহ গর্জনে প্রবল প্রতাপে কম্পিত কর্ষণে কর্ষণে দুটি দেহ এক আত্মা উচ্ছল হবেই হবে পূর্ণ আলোড়নে।

ত্রাহি ত্রাহি জীবনে ব্যর্থতার উপাখ্যান ঝেরে উদিবে রবি নীলকণ্ঠের সংগ্রামে আমন্ত্রণ রইলো হে বসন্ত বৈরী। ********************************************************** **এই কবিতাটি গত বসন্তে ব্লগে প্রকাশ করেছিলাম। আজ আবার করলাম। সাথে এই বসন্তে লিখা একটি কবিতা যোগ করলাম। হে বসন্ত বৈরী ছিলে তুমি গত ফাগুনে পথহারার সময় যাচ্ছে আজ আগুনে।

********************************************************** পথহারার সময় যদিও আমি পথহারা পথিক তবুও আমি জীবনকে অন্যভাবে সাজাই, কেউ আমায় অপারগতার ব্যথায় জ্বালিয়ে পুড়িয়ে গেছে বলে আমি আজ আর আহত হই না। আমার পৃথিবীটা এখন অনেক বড় সেখানে ভালবাসার অনুষঙ্গ আমাকে স্পর্শ করে, আরো গভীর থেকে গভীরে, যতটা করলে মানুষ মানুষ হয়ে উঠে। মাসের প্রথমে বেতন পেয়ে ছুটে যাই গরীব অসহায় শিশুদের মাঝে। বিপুল উৎসাহে নতুন জামা খাবার দিয়ে আমি তৃপ্ত হই অন্যরকম ভালবাসার সুখে! যখন দেখি অসহায় কোনো মানুষ জীর্ণ কাপড়ে দাঁড়িয়ে, আমি তখন তার দেহ ঢেকে দেই ভালবাসার পরম ছোঁয়ায়, সেই অসহায় মানুষের হাসিটা আমাকে প্রাণ দেয়। সময় পেলেই ছাদের চড়ুইদের খেতে দেই চাল ডাল ওরা কিচির মিচির করে স্বর্গীয় সুখে আমাকে ভাসায়,আমি আনন্দিত হই শত অপ্রাপ্তির মাঝেও অন্য এক প্রাপ্তিতে।

অনেক যত্ন আত্তিতে প্রিয় গন্ধরাজ গাছটি আজ সুশোভিত জল দিয়ে পরম যত্নে বুলিয়ে দেই হাত, আলতো করে ছুঁয়ে বলি কিরে কেমন আছিস? তোর তো আমার মতো বোবা কষ্ট থাকার কথা নয়! এভাবেই আমার এক একটি দিন কেটে যায় এক একটি মাস, বছর কেটে যায় অন্যরকম ভাবে, তোমারো সময় হারিয়ে জীবন ধূসর ধূম্র হয়, জীবনের নিয়মে। তবুও আমি এক বুক কষ্ট চেপে বলি বেশ আছি, ভালই আছি, সুখেই আছি। অপূর্ণ স্বপ্নের মাঝে নানা স্বপ্নের বীজ বুনে দেহ মন্দিরে ঘুণ ধরেছে সময় যাচ্ছি গুনে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।