রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...
দেখতে দেখতে কিভাবে যেন তিন বছরেরও বেশী সময় চলে গেল! ভাবতেই অবাক লাগছে! আমি সামহ্য়্যারইন-এ আছি তিন বছর হলো এই জুনে। এর মাঝে কত স্মৃতি, কত রাত কেটেছে সামহয়্যারইন-এ। ব্লগিংএ আমি কখনোই ভালো ছিলাম না। ঘন ঘন অযথা, অকারণ পোস্ট করাটা আমার কাছে বরাবরই বিরক্তিকর বলে মনে হয়েছে। যদিও আমি জানি অনেকেই এ ব্যাপারে ভিন্নমত পোষণ করবেন, সেটা বড় বিষয় নয়।
সবারই ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত। বিষয়টা হলো "গ্রহণযোগ্যতার"।
যাক সে কথা, অনেক অনেকদিন পর এসে বেশ ভালো লাগছে। তবে কেমন যেন অনেকের ভিড়ে নিজেকে অচেনা মনে হচ্ছে। সবাই বেশ সচল, এটা সত্যিই খুব ভালো একটা দিক।
এর মাঝে সামহ্য়্যারইন-ও বেশ বিখ্যাত হয়ে গেছে বলে শুনেছি একদিকে গর্বও হচ্ছে সামহয়্যারইনের সাথে এতদিন থাকতে পেরে। আপনারা কি বলেন? এটাতো গর্ব করার মতোই বিষয় তাইনা? আপনারা কে কতদিন ধরে আছেন? আওয়াজ দিলে খুশি হবো। ভালো থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।