আমাদের কথা খুঁজে নিন

   

দ্য ড্রিম শ্যাল নেভার ডাই

www.cameraman-blog.com/

শেষ পর্যন্ত চলেই গেলে ক্যান্সারের হাতে পরাভূত হয়ে। সবাইকেই হয়তো এভাবেই যেতে হয় একদিন। হয় ক্যান্সার না হয় অন্য কিছুর হাতে পরাজিত হয়ে। তারপর ও কেউ কেউ হয়তো বেঁচে থাকে মানুয়ের মনে চিরদিন। যেমন তুমি থাকবে আমাদের মনে।

১৯৭১ এ তোমার সরকার যখন অব্যাহত ভাবে হানাদার পাকিস্তানীদের গণহত্যাকে সমর্থন যুগিয়ে যাচ্ছিলো, এই তুমিই সেদিন ছুটে গিয়েছিলে ভারতে উদ্বাস্তু বাংলাদেশীদের দেখতে। দেশে ফিরে গিয়ে জনমত গঠন করেছ ক্লান্তিহীন ভাবে আমাদের সপক্ষে। তোমার প্রচেষ্টাতেই রুদ্ধ হয়েছিল পাকিস্তানে মার্কিন অস্ত্র রফতানী। এরপর ??? এরপর একদিন জানলাম আমাদের স্বাধীনতার স্বপ্ন সত্যি হয়েছে নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে বাস্তবে রুপ নিয়েছে আমাদের স্বপ্নটি, যার বাস্তবায়নে সহযাত্রী হয়েছিলে তুমিও।

১৯৭২ এ এলে স্বাধীন বাংলাদেশে, আমাদের সাথে যার স্বপ্ন দেখেছিলে তুমিও। আমাদের চোখে তখন নতুন স্বপ্ন। দেশটাকে গড়তে হবে নিজের মনের মতো করে। হয়তো তুমিও দেখেছিলে সেই স্বপ্নটা। হয়তো সেই স্বপ্নের স্মারক হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোপন করেছিলে বটের একটা ছোট্ট চারা।

জান, সেই ছোট্ট চারাটি আজ বৃক্ষে পরিণত হয়েছে। কিন্তু আজও আমরা স্বপ্ন দেখে চলেছি এক সূখী আর সমৃদ্ধশালী বাংলাদেশের। হয়তো সময় লাগবে, কিন্তু একদিন ঠিকই পেয়ে যাব সেই স্বপ্নের বাংলাদেশ। হয় আমি, না হয় আমার সন্তান ... স্বপ্নের যে মৃত্যু নেই। {এডওয়ার্ড কেনেডির সেই ভাষণ - দ্য ড্রিম শ্যাল নেভার ডাই }


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।