আমাদের কথা খুঁজে নিন

   

কবে মিলবে নারীমুক্তি????

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

এক সময়ে নারীদের স্বাধীনতা বা মুক্তির ক্ষেত্রে সম্ভাব্য সমাধান হিসেবে নারীর শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন ইত্যাদি বিষয়কে মূল নিয়ামক বলে ধারণা করা হয়। হ্যাঁ, এর মাধ্যমে নারীরা এগিয়ে আসছে বটেই, সমাজে নারীদের অবস্থান এগিয়েছে অবশ্য। কিন্তু মূল যে সমাজ বা সমাজের আচার-নীতি ধ্যান-ধারণা সেগুলো এখনো আগের পর্যায়ে রয়ে গেছে। তাইতো একজন এফসিপিএস ডাক্তার মেয়েকেও যৌতুকের কারণে জীবন বলি দিতে হয়। Click This Link Click This Link মেয়েটি শিক্ষিত, চাকুরে, তাতে কি? এতে কি আর শ্বশুর বাড়ির মন ভরে? একটি মেয়ে শিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক, সুন্দরী হলেও বা কি, বিয়ের সময় তার বাপের বাড়ি থেকে কি কি দেয়া হলো, মেয়েজামাইকে কতটা জমজমাট জামাই-আদর করা হয়, বিয়ের পরেও জামাইকে ব্যবসার জন্য অর্থ দেয়া বা চাকুরীতে পদোন্নতিতে মেয়ের পরিবার কতটুকু সহযোগিতা করছে ------ আজো এসবের উপর ভিত্তি করে নির্ধারিত হয় একটি মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন কি রকম আচরণ করবে? আজকাল মেয়েরা সচেতন হচ্ছে, যৌতুকের বিরুদ্ধে, অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছে।

ঐ মেয়েটিও হয়তো তাই করেছে। তাই তাকে বরণ করে নিতে হয়েছে মৃত্যু। সে যদি তার ননদদের মতো হতো!! দুঃখজনক হলেও সত্যি অপরদিকে কিছু শিক্ষিত মেয়ে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ঠিকই বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে শ্বশুরবাড়িতে দিচ্ছে। যেমনটি ঐ মেয়েটির শ্বাশুরী তার দুই মেয়েকে দিয়েছেন। দুটো ফ্ল্যাট বাড়ি কিনে দিয়েছেন।

তা না হলে হয়তো ঐ ননদ দুটোকেও একই পরিণতি বহন করতে হতো। তাই তিনি ছেলের শ্বশুর বাড়ি থেকেও সেরকম দাবী করছেন, যদি কিছু পুষিয়ে নেয়া যায়!! এ যেন একটা চক্র। এর থেকে মুক্তির উপায় কি? অনেক ছেলেরা শিক্ষিত হলেও তাদের মন-মানসিকতা পরিবর্তন হচ্ছে না। মাসহ মিলে স্ত্রীর উপর নির্লজ্জ অত্যাচার করছে যৌতুকের জন্য। এটা কি তার বোনদের উপর করা অন্যদের অত্যাচারের প্রতিশোধ?? এক অন্যায় হজম করতে গিয়ে আরেক অন্যায়?? একটি শিক্ষিত পরিবারকে নতুন করে বোঝাবার মতো কোন কিছু বাকী থাকে না।

তারা সবই বোঝে, কিন্তু উপলব্ধি করতে পারে না। কবে এ জাতীয় অন্যায়গুলো বন্ধ হবে? মানুষের মন-মানসিকতার উন্নতি কিভাবে করা সম্ভব? এ পরিবর্তনতো নিজেরা করা ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব না। আমরা কি আদৌ কোনদিন সভ্য হতে পারবো? নাকি ইতরশ্রেণীর সাথে আমাদের পার্থক্য শুধু কথা বলতে পারা, না পারার মধ্যে? বাকী সব ব্যাপারে আমরা আজীবনই বন্য !?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।