আমাদের কথা খুঁজে নিন

   

এটা কতটুকু সমীচীন ?

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

‍ 'বৃত্তবন্দী' সামুর পুরোনো এবং জনপ্রিয় একজন ব্লগার। সম্প্রতি নতুন আরেকজন ব্লগার আর্বিভুত হয়েছেন 'বৃত্ত বন্দি' Click This Link নামে। সামান্য বানানের পার্থক্য ছাড়া নামের উচ্চারনে কোন পার্থক্য নেই। এভাবে বিদ্যমান ও প্রতিষ্ঠিত নিকের সামন্য বানানের পার্থক্যে ভিন্ন আরেকটি নিকের অনুমতি দেয়া কতটুকু সমীচীন। মাননীয় মডারেটর বিষয়টিতে দয়া করে নজর দিন। অন্যথায় হয়তো খুব শীঘ্রই দেখা যাবে.................. (ব্রেকেটে বিদ্যমান জনপ্রিয় নিকগুলো) ইমনজুবায়ের/ ইমন জুবায়র (ইমন জুবায়ের) নাপিস ইফতেখার ( নাফিস ইফতেখার) চিকনমিঞা/ চিকন মিয়া (চিকনমিয়া) কাল পুরুষ (কালপুরুষ) দিন মজুর (দিনমজুর) মন্জুরুলহক (মনজুরুল হক) রাত মজুর (রাতমজুর) নুসেরা (নুশেরা) উদাসীস্বপ্ন (উদাসী স্বপ্ন) একরামুলহক শামীম (একরামুল হক শামীম) মিল্টন (মিলটন) জিগস/ জিগ চ (জিগ স) চাচা মিঞা / চাচামিয়া (চাচামিঞা) চান্কু/ চাংকু (চাঙ্কু) জেরি/ যেরী (জেরী) রাজা মশাই (রাজামশাই) ম্যাবেরিক (ম্যাভেরিক) অপ্সরা (অপসরা) অমিরহমান পিয়াল (অমি রহমান পিয়াল) কিংবা শামসীর/সামশীর (শ।মসীর) নামে নুতন নিকের জম্ম হয়েছে। যা একই সঙ্গে নুতন ও বিদ্যমান উভয় ব্লগারের জন্যই হবে বিব্রতকর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।