আমাদের কথা খুঁজে নিন

   

হায় চিঠি!! কতদিন চিঠি লিখি না

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
জীবনের প্রথম চিঠি লিখেছিলাম ক্লাস ৩-৪ এ থাকতে মনে হয়....বাড়ী থেকে ঘুরে আসার পর দাদার কাছে। আব্বা ডিকটেশন দিচ্ছিল... দাদা, পত্রের প্রথমে আমার সালাম দিবেন। দাদীকে সালাম দিবেন। আশা করি খোদার ফজলে ভালো আছেন। আমরা নিরাপদে চট্রগ্রামে এসে পৌছেছিঁ।

বাড়ী থেকে আনা কৈ মাছ গুলোর মধ্যে ২ টা মরে গিয়েছে....(বানান কয়টা ভুল হয়েছিল কে জানে!) পরের চিঠিটা লিখি ঢাকার এক প্রেসকে। ক্লাস ৫-৬ এ থাকতে। সে সময় ভিজিটিং কার্ডের প্রতি প্রবল মোহ! পত্রিকায় (সম্ভবত: ইত্তেফাক) থেকে ৫০০ টা কার্ড অমুক টাকায় ছাপাবে এইরকম একটা বিজ্ঞাপন দেখে ওদের কাছে চিঠি লিখলাম। ....আমি ১০০ টি কার্ড ছাপাতে চাই। মাপ হবে ৩" বাই ২"।

খরচ কত হবে বিস্তারিত জানাবেন.... দিন বিশেক পর দেখি আমার নামে বিশাল এক খাম!! লাফ দিয়ে খুলে দেখি ফেরত চিঠি, প্রাপকের ঠিকানায় কাউকে পাওয়া যায় নি ক্লাস ৯-১০ এর দিকে দাবার প্রবল নেশা..রাণী হামিদের মজার খেলা দাবা বইটা কিনলাম....বইটিতে বেশ কিছু যায়গায় ভুল চোখে পড়েছিল...সব গুলো নোট দিয়ে একটা চিঠি লিখলাম রাণী হামিদের কাছে। মাস কয়েক পর একদিন জবাব এলো। প্রেরকের ঘরে রাণী হামিদের নাম দেখে অতি আগ্রহে তাড়াহুড়ো করে চিঠি খুলতে যেয়ে পাশ দিয়ে গেলো ছিড়ে বহুদিন সে চিঠি আমার দাবা খেলার অনুপ্রেরণা যুগিয়ে এসেছিল...পরে কই জানি হারিয়ে গেল! ক্লাস ৮ এ প্রায় একই সময়ে লিখলাম জীবনের প্রথম প্রেমপত্র জাহান নামের এক বছরের সিনিয়র এক মেয়ের প্রেমে তখন হাবুডুবু খাচ্ছি! সামনে ঈদ...বন্ধুরা বললো ঈদ কার্ড দিতে আর সাথে প্রেমপত্র...তারা আবার এইসব বিষয়ে বিশেষজ্ঞ!! অনেক ঘষা-মাজা করে দিলাম সেই চিঠি....হায়রে!!! সেই অল্প বয়সেই ছ্যাকা খেলাম সেই দুঃখে বহুদিন চিঠি লিখি নি...ভার্সিটি লাইফে আসার পর বাসার সাথে যোগাযোগ হতো মাঝে মাঝে চিঠিতে...ফোন/মোবাইল এত সহজলভ্য হয়ে উঠৈনি তখনো...এর ফাকে ফাকে চলতো হবো হবো প্রেমের চিঠিলাপ....গত বছর দেশে গিয়ে বউ ড্রয়ার খুলে ধূল ঝেড়ে দেখালো...নেহাৎ কম না! মোবাইল আসার পর আর লেখা হয় নি!! এখন নিশ্চয়ই কেউ চিঠি লেখে না...মেইল, এসএমএস..আর মোবইল তো আছেই... চিঠির লেখার সেই আবেগ কি থাকে এইসব লেখালেখিতে?? হায় চিঠি...কত রাত জাগা হতো এক পাতা লিখতে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।