আমাদের কথা খুঁজে নিন

   

ফুল গেঁথে তৈরী হচ্ছে মালা



পুরনো পাতারা আজ নতুনের হাতে দিয়ে গেছে সকল সম্ভার তবু জানালার পাশে মতিচ্ছন্ন গীটারের ধোঁয়া আর খর টার তামাকের ধুলি।নিশুত ওভারপাস বেয়ে নেমে এলো অভীপ্সা উলসে তুললো রিরংসার রি রি। সজোরে হোঁচট খেলো তাপ-উত্তাপের বাঁক আলো-অন্ধকারের গলি পাতার ফাঁকে ফাঁকে লেপ্টে যাওয়া মরীচিকা যাবতীয় অতীত। বাথানে গরু,হাম্বা হাম্বা....রক্তনদী,সুইস ব্যাংক,জনতা ও লজেন্স মোড়ক ভোট ভিক্ষা,গদগদ আঠালো জিহ্বা ও টাকরার কসরৎ। ফুল গেঁথে তৈরি হচ্ছে মালা।শ্লোমোশনে উঁচু হচ্ছে হাটের লন্ঠন। উঁচু হচ্ছে খাড়া হনু,চোখে কালি,কাঁচা আনাজ,বেতের ঝুড়ি,হাভাতে রোগা রোগা হাড়,শিরদাঁড়ায় জনতার লাথি-নচ্ছার!নচ্ছার! আহা তবু স্বপ্নের ভেতর হেঁটে যাচ্ছে রূপকথা,মার্সডিজ বেঞ্জ। চিত্রকল্প তৈরী হচ্ছে অজানা চুল্লির পেটে।স্বস্তি চাই- স্বস্তি তো বটে,কেননা মানুষ মানুষের মাংস খায় এখনো এ তল্লাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।