আমাদের কথা খুঁজে নিন

   

GMA: Grand Madok Ashokto (১৮+)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
GTA.....GTA......করে তো অনেক দিন হলো। এবার জিটিএ কে ঝেঁটিএ বিদায় করার পালা। এসেছে নতুন গেইম GMA: Grand Madok Ashokto (Gulshan) কাহিনী সংক্ষেপ: গেইমের প্রধান চরিত্র মারজুক। মাদক গ্রহণের দায়ে তার পরিবার তাকে ঢাকার মালিবাগে একটি মাদক নিরাময় কেন্দ্রে আটক করে রেখেছে। মারজুক মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে আবার নামে রাস্তায়, ড্রাগসের সন্ধানে।

সাথে জুটে যায় আনুশেহ্ নামে এক মেয়ে সঙ্গী। দু'জনে ড্রাগসের পয়সার জন্য জড়িয়ে পরে নানা রকম অপরাধে। পুলিশ সর্বক্ষণ তারা করে ফেরে তাদেরকে। খুব শীঘ্রই মারজুক-আনুশেহ্ বুঝতে পারে এই শহরে থাকতে হলে Drug Lord হওয়ার কোন বিকল্প তাদের নেই। Gameplay: গেইমে আপনাকে শহরের ড্রাগ ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে।

করতে হবে গোপন ড্রাগ লেনদেন। নিজের ড্রাগ চাগিদা পূরণের পাশাপাশি গড়ে তুলুন নিজের আলাদা পরিচিতি, গড়ে তুলুন নিজের Gang, নিজেই হয়ে যান Drug Lord. স্ক্রিনশট: গেইমের মূল চরিত্র মারজুক! নেশা চড়সে মারজুকের! নেশা যেখানে যেমন! আনুশেহ্ পুলিশ ধরেছে মারজুককে চলছে সার্বক্ষণিক নজরদারি ড্রাগ ব্যবসায়ী COCO Rahman এর সাথে মারজুক * নিতান্তই কাল্পনিক ফানপোস্ট। কোন বিশেষ গোষ্ঠী বা ব্যাক্তিকে উৎসাহিত বা ভৎর্সনা করে নয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।