আমাদের কথা খুঁজে নিন

   

জমি বিক্রয়!! আর নয় ১০০ ফুট মেইন রাস্তার পাশে, এখন রাস্তা বিক্রয়!! গুলশানে.............


গত দুদিন যাবত মনটা খুব উশখুশ করছে। সবাই খালি ঢাকার ভেতরে প্লট খুঁজে, তাও আবার প্রশস্ত রাস্তার পার্শ্বে। কিন্ত এবার প্রশস্ত রাস্তাই প্লট!!!!!!!!!!!!!!! চলছে গুলশানে রাস্তা দখল করে প্লট নির্মাণের কাজ........... গুলশান এক ও দুই নম্বরের মাঝামাঝি ১০৮ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের মালিক ডা. মাহফুজুল হক তার প্লটের দক্ষিণ পাশে জনসাধারনের চলাচলের জায়গাটিতে মাহফুজুল হক দেয়াল নির্মাণ করে রাস্তা আটকে দিয়েছেন। কাজেই এখান দিয়ে যাতায়াত বন্ধ। দখলকৃত জায়গাটিতে নাকি ইট সিমেন্ট এনে রাখা হয়েছে। একটি সাইনবোর্ডও টাঙ্গানো হয়েছে। তাতে লেখা - জমির পরিমাণ ১৯ কাটা ১২ ছটাক, খরিদ সূত্রে মালিক ডা. মাহফুজুল হক। আর রাস্তার পাশে ১০টি বড় দোকান তুলে ভাড়াও দেয়া হয়েছে। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।