সব আলো নিভে যায়,
খসে পড়ে একে একে সবগুলো তারা...
তবু পংকিল পথে অসহায় আঁধারে,একসাথে আছি
আমরা স্বপ্ন দেখেছি যারা!
চারপাশের সবখানে,সবপথে
শুধু অবিশ্বাস আর অপ্রেমের খেলা!
তবু বিশ্বাস করি আমরা,
আসবে মুক্তপ্রাণের মেলা!
যারা দেখেছো স্বপ্ন,
ভেঙোনা স্বপ্ন কোনমতেই,
আজ হয়তো হয়নি কিছুই,তবু....
কাল তো আছে,অপেক্ষাতেই!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।