হলদে পাখি হলুদ খামে আর আসেনা আমার বাড়ি। চাঁদবধুয়া চাঁদতনুতে আর পরেনা মেঘের শাড়ি।
ব্রাত্য জীবন নিয়ে ঘুরে ফিরে যদি কোনদিন হয়ে যাই- ব্রাত্য কুকুরের মত মলিন ধূসর। যদি কোনদিন জলাতংকে পুড়ে পুড়ে ঝুলে যায় জিভ। পৌর হত্যযজ্ঞের ছুঁড়ে দেয়া বিষ জেনে রেখো তার নাম নাগরিক আগ্রাসন। মফস্বল থেকে মুছে যাচ্ছে ঘাস, মুছে যাচ্ছে ছায়াপিতা গাছ, এসে যাচ্ছে ট্রাক, ইট, বালু, কংক্রিট। সমগ্র বাংলাদেশ পাঁচ টন ভেবে- এসে যাচ্ছে তোমাদের হাউজিং এস্টেট প্রাইভেট কোম্পানী লিমিটেড।
সৌজন্যে: ট্রাংক রোড
(ফেনী সাহিত্য সংসদের ত্রৈমাসিক সাহিত্যপত্র)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।