বহিরাগত যারা আছেন তাদের প্রতি সালাম বা এ জাতীয় শান্তি বর্ষিত হোক,
যারা চকোলেট চোর, বাগদানে পলায়নপর- অযথা ভীড় করবেন না। যা খুশি
যতটা চুমুক, মদে তরলে গড়াগড়ি বোতল- সামনে চলে যান। আগুন ও শীশা
অনেকটা কাছাকাছি আছে। নৌবিহারে ডাক আসছে মাঝি ও খালাসিদের;
কতগুলো সমুদ্র, কতগুলো ঢেউ আছড়ে পড়ছে বিএমডব্লিউ গাড়ির ধাতব খোলসে।
এ নিয়ে কিছু ধাঁধাঁ কিছু লটারি হবে, অননুমেয় আই কিউ পরীক্ষা দিতে চান কেউ?
সাপ ও হরিণের মধ্যে পার্থক্য. . . . . . . . .
নারী ও পুরুষ. . . . . . . .
বিবিধ বেহিসাবি লুকোচুরি।
বিখ্যাত কাওয়ালি গায়ক মুর্দার গায়ে লেপ্টে থাকা চাদর খুলে নিচ্ছেন; ভীষন তাপ, ভীষণ শীত কোনটাই সহনীয় নয়। কেউ খোঁপার বাঁধন আলগা করছে না,
আধো আধো বোল লাজে বাধো বাধো বোলের কানাকানিও নেই। শুধু চাদর, শুধু শীত।
হাওয়ায় ভেসে আসা হীরা ও প্লাটিনাম কুড়োতে ব্যস্ত তারা পিপাসা ভুলে গেছে,
হ্যামিলন কিংবা বংশীবাদক- ইস্রাফিল কেমন বোকা হয়ে যান, তারা কনফিউজড,
তাদের ভাঙ্গা ঘাড়, জোড়াতালিহীন-
আকাশ থেকে ঘোষিত হয়েছে এই ঘোর রজনীতে অনন্তে ঝাঁপ দেয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।