আমাদের কথা খুঁজে নিন

   

সুডোকু!!সুডোকু!!সুডোকু!!সুডোকু!!সুডোকু!!



সুডোকু ছকে ৯X৯=৮১টি ঘর আছে। এই ৮১টি ঘর আবার ৯টি ছোট ছোট বর্গে বিভক্ত। প্রতিটি ছোট বর্গে ৯টি করে ঘর আছে। খেলার শুরুতে কিছু কিছু ঘরে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলোর কয়েকটি বসানো থাকে। বেশী সংখ্যা বসানো থাকলে সমাধান করা সহজ।

যত কম সংখ্যা শুরুতে বসানো থাকবে সমাধান করা তত কঠিন হবে। সুডোকু ছক পুরনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন- (১) প্রতিটি কলাম (লম্বালম্বি) ও প্রতিটি রো (আড়াআড়ি) তে যে ৯টি করে ঘর আছে সেগুলোতে ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো ঠিক একবার করে বসাতে হবে। কোনটি একবারের বেশী ব্যবহার করা যাবে না। (২) প্রতিটি ছোটবর্গের ৯টি ঘরেও ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো ঠিক একবার করে বসাতে হবে।

কোনটি একবারের বেশী ব্যবহার করা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।