আমরা সাধারণত সবাই e-mail এ টেক্স বা লেখা mail করে পাঠাই। কিন্তু একটু চেষ্টা করলে আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন Voice Mail বা আপনার কন্ঠস্বর । লেখার চাইতে প্রিয়জন বা বন্ধুর কন্ঠস্বর সবার কাছেই খুব প্রিয়। সুতরাং আর দেরি কেন( বলে রাখা ভাল এ জন্য আবশ্যই আপনার কম্পিউটার একটি হেডফোন সহ মাক্রোফোন থাকতে হবে বা শুধু মাইক্রোফোন হলে ও হবে)। যা করতে হবে তা নিন্মরুপঃ
Start ক্লিক, তারপর Programs “or” All Programs ক্লিক তার পর Accessories ক্লিক তার পর Entertainment ক্লিক তার পর Sound Record ক্লিক (অথবা Start Menu -> Run এ sndrec32 লিখে এন্টার দিন।
Sound Recorder চালু হবে। ) তার পর চাইলে Sound Quality Set করতে পারেন (File -> Properties -> Convert Now এ ক্লিক করুন। Name এ Telephone Quality সিলেক্ট করে OK -> OK ক্লিক করুন। ) তার পর, লাল Record বাটন ক্লিক করে প্রয়োজনীয় কথা রেকর্ড করুন। তার পর Stop বাটন ক্লিক করে রেকর্ড বন্ধ করুন।
তার পর File ক্লিক , Save As ক্লিক করে যে কোন নামে Desktop সেইভ করুন, এখন আপনার e-mail Account ওপেন করে, প্রিয়জনের কাছে (মানে যার কাছে পাঠাতে চান) Attach file হিসাবে পাঠিয়ে দিন।
বিঃদ্রঃ (আপনার ইন্টারনেট স্পীড যদি খুব কম হয় তা হলে সমস্যা হতে পারে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।