যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।
অসংখ্য তারকা রাতভর
আর সোনালি সূর্যটা দিনে,
বিশাল ঐ আকাশটা
কিভাবে যে নিয়ে গেল কিনে!
সময়ের লুকোচুরি
আমাকে দেয়না অবকাশ,
ব্যস্ততার বাহাদুরি
নিজেকেই করে শুধু প্রকাশ।
আকাশ আর হয়না দেখা আজ
মিলেনাতো কোন অবসর,
পিছু থেকে তাড়া করে মোরে
সদা ব্যস্ত এ শহর!
সূর্য ডুবে চাঁদ ওঠে
তবু যে রাত কালো,
ব্যস্ত আছি তবু ভাবি
না! আছি বেশ ভালো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।