আমাদের কথা খুঁজে নিন

   

আর কয়জন শিশুর মৃত্যু প্রয়োজন?



বিষাক্ত প্যারাসিটেমল সিরাপ খেয়ে আজ মারা গেলো ৪ বছর বয়সী আরেকটি শিশু। এ নিয়ে ২২ টি শিশুর মৃত্যুর খবর এলো গণ মাধ্যমে। বলাবাহুল্য এবারও আবার সে একই রীড ফার্মার নাম, হাতে নাতে প্রমাণ সহ। রীড ফার্মার ঔষধটির নাম টেমসেট। উল্লেখ থাকে যে এটি তৈরির অনুমোদন রীড ফার্মার নেই। উপোরন্তু তারা যে ভেরিয়েন্টের গ্লাইকল ব্যবহার করছে তা প্যারাসিটেমল এ ব্যবহার হয়না, কারণ তা কিডনীর জন্য ক্ষতিকর। অথচ ২২শে জুলাই থেকে তা ব্যানড্‌ থাকার কথা! আশ্চর্য সরকারের এখনো কোন ভ্রুক্ষেপ নেই। দেশ টিভিতে দেখলাম এই ব্যাপারে তদারকির জন্য নিয়োজিত পরিদর্শক অধিদপ্তরের সেনা মহাপরিচালক (ব্রি,জে, মোঃ ইসমাইল হোসেন, ঔষধ প্রশাসন পরিদপ্তর) এ ব্যাপারে বেশ বিরক্ত কথা বলতে। সেই একই অন্যের উপর দোষ চাপিয়ে দেয়া। আমার প্রশ্ন রীড ফার্মার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে আর কয়টি শিশু কে জীবন দিতে হবে? আর এ দেশে স্বাস্থ্য পরিদর্শক অধিদপ্তরের কাজটা কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।