বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
গতকাল এই পোষ্ট লেখার সময়ই একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেই পোষ্টে ব্যাপারটি তেমন উল্লেখ করিনি। ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের কমান্ডারদের সমন্বয়ে গঠিত সংগঠন যা সেক্টর'স কমান্ডারস ফোরাম নামে পরিচিত, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নানা সভা-সমাবেশ করে আসছিল, তাদের সেই কর্মকান্ড বর্তমান আওয়ামী লীগ সরকারের ক্ষমতাগ্রহণের প্রথম দিক পর্যন্ত অব্যাহত ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে তাদের সেই কার্যক্রম কেমন যেন স্তিমিত হয়ে পড়েছে। আমাদের দেশের সব রাজনৈতিক সরকারের সংস্কৃতি একই, কোন দাবী আদায়ের জন্য তাদেরকে বাধ্য না করলে তারা সাধারণত সেই দাবীর প্রতি কর্ণপাত করেনা, পূর্বে বহুবার এই কথা প্রমাণিত হয়েছে। তাই আমার মনে একটা জিনিসই খটকা লাগছে, এই সেক্টর'স কমান্ডারস ফোরাম হঠাৎ করে এমন নিশ্চুপ হয়ে গেল কেন? আমরা কি তাহলে এটাই ধরে নেব যে এতদিন ধরে তারা যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবী করে আসছিল তা শুধুই লোক দেখানো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।