এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
রাত জেগে হাতের কাজটা শেষ করে ঘুমুতে ঘুমুতে বেশ দেরী হয়ে গিয়েছিল, তাইতো ঘন্টা খানেক পরে উঠে সেহরী করতে করতে মনে হচ্ছিলো আবার আরেক্টু ঘুমিয়ে না নিলে আমার পুরা ব্যান্ড বেজে যাবে আজকে ... যাই হোক ... ফ্রেস হয়ে একটু বিফ আর ভাত ওভেনে গরম করে এর পরে সালাদ বানিয়ে সেহরী করতে বসেছি এমন সময় ফোন ... ক্রিং ক্রিং ... নম্বরটা দেখে নিজের ঠোটের কোনে একটা আনন্দের হাসি ফুটে উঠেছে তা আয়নায় না দেখলেও বেশ বুঝতে পারলাম ... কল রিসিভ করে বললাম
>> হ্যালো
--- হ্যালো , অন্তু ঘুম ভেঙ্গেছে ?
>> ঘুম ভেঙ্গেছে সেই কবে, সব রেডী করে সেহরী খেতে বসলাম, তোমরা কেমন আছ ?
--- আমরা ভাল আছি, আজকে একটা অনেক খুশীর সংবাদ দেয়ার জন্য ফোন দিলাম
>> কি খবর ?
--- শুনে তুমি আনন্দে লাফ দিয়ে উঠবে
>> আরে খবর টা কি , বলবা তো ?
--- তোমার কোকড়াচুলওয়ালী আজকে সেহরী করতে উঠেছে , তুমি কি সেটা জানো ?
>> ওমা , তাই নাকি , সত্যি ? কৈ দেও তো ওর কাছে একটু কথা বলি ...
--- আজ নাকি সে সারাদিন রোজা রাখবে, বিশাল বড় রোজা ...
>> কি ?
--- সেটাই তোমাকে জানাবে বলেই তো আমাকে ফোন করতে বললো , নাও কথা বলো
এবার কোকড়া চুলওয়ালী ফোন নিয়ে বলে ....
>>> তুমি জানো আজকে আমি এক্টা মস্ত বড় রোজা রাখবো ... সারা দিনের জন্য
--- তাই নাকি, খুব ভাল ... সেহরী কি দিয়ে করছো তুমি ?
>>> আম্মু আমাকে চিনি আর কলা দিয়ে দুধ ভাত মাখায় দিসে, আর পরে চকলেট দিবে বলসে ...
--- তাই, অনেক মজার সেহরী তো ....
>>> তুমি কি দিয়ে সেহরি করো ?
--- আমি ভাত আর গরুর মাংস দিয়ে করছি .... সারা দিন রোজা রাখতে কষ্ট হবে না ?
>>> না হবে না
--- যদি চিনি দুদুর ক্ষিদা লাগে ?
>>> আজকে খাব না , ইফতারীর সময় খাব, আম্মু তাই বলসে
--- আর যদি পিপাসা লাগে ?
>>> রোজা রাখলে সেটাও খাওয়া যায় না , জানো না তুমি ?
--- আমি তো ভাবসিলাম চোখ বন্ধ করে কেউ যদি চিনি দুদু আর পানি খায় তো কেউ দেখতে পাবে না আর রোজাও ভাংবে না ... ট্রাই করে দেখবা নাকি ?
>>> হি হি হি হি
--- কি হলো হাসছ কেন
>>> তুমি আসলেই কিচ্ছু জানো না, তোমার তো এক্টাও রোজা হয়নি
--- (আমি অবাক হয়ে বললাম) কেন কেন ?
>>> আম্মু বলসে আমাকে, এভাবে রোজা হয় না, আমি জানি বুঝছ ?
--- আচ্ছা দুপুরে একবার ইফাতারী আর সন্ধ্যায় আরেকবার ইফতারী করে নিও , তাহলে একদিনে দুটো রোজা হয়ে যাবে আচ্ছা ?
এবার সত্যি সত্যি হাসতে হাসতে কুটি পুটি হয়ে জানের টুকরা টা বললো ...
>>> তুমি আসলেই একটা মস্ত বোকা, তুমি কি এভাবে ৩০ দিনে ৬০ টা রোজা রাখ ?
অতঃপর এর জবাব খুজতে খুজতে ফজরের নামাজের সময় হয়ে যাওয়ায় আপাতত এই যাত্রায় রক্ষা পেলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।