দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অষ্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে ১-১ ব্যবধানে সমতায় শেষ হলো সিরিজ।
ডারহামে গতকাল শনিবার অ্যালেক্স হেলসের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় স্কোর গড়ে ইংল্যান্ড। জবাবে এক উইকেট হাতে রেখে ১৬৮ রানে থেমে যায় অসিদের ইনিংস।
অস্ট্রেলিয়া টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ে পাঠায় ।
শুরুতেই ইংল্যান্ড ওপেনার মাইকেল ল্যাম্বকে নিয়ে ১১১ রানের দুর্দান্ত এক জুটি গড়েন হেলস। আর এতেই বড় স্কোর গড়তে সক্ষম হয় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইংলিশদের বোলিংয়ে কাবু হয়ে পড়ে অসিরা। প্রথম ম্যাচে রেকর্ড গড়া ইনিংস খেলা অ্যারন ফিঞ্চ এদিন আউট হয়েছেন মাত্র ৫ রান করে। ৫৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার ডেভিড ওয়ার্নার।
ফলে ১৬৮ রানের বেশি করতে পারেনি অষ্ট্রেলিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।