পান্থপথ থেকে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে কাজী নজরুল ইসলাম রোডে (সাবেক এয়ারপোর্ট রোড) আসার জন্য বসুন্ধরা সিটির সামনে পৌঁছি আজ সকাল ৯টা ৫মিনিটে। ৯টা ২৫ পর্যন্ত টানা ২০ মিনিট এই সিগনালে আটকে ছিলাম। আমরা সাধারণত ভিভিআইপির জন্যই এরকম দীর্ঘ সময় এক সিগনালে আটকে থেকে অভ্যস্ত। এ ছাড়া কোন সিগনালে ২০ মিনিট আটকে থাকাকে অভিশাপ ছাড়া আর কী নামে অভিহিত করা যায়।
কোন কোন সিগনালে দীর্ঘ লাইনের কারণে পার পেতে ২/৩টা সিগনাল লেগে যেতে পারে।
সেখানেও সান্তনা থাকে আমি পেছনে পড়েছি বলে বেশি সিগনালের মুখোমুখি হলাম। কিন্তু এক সিগনালে ২০ মিনিট ধরে একবারও কোন গাড়ী ছাড়া হবে না তা ভাবাই যায় না।
এর আগে আরো ২ বার এ সিগনালে ১৫/১৬ মিনিট করে আটকে ছিলাম। আমি ভেবেছিলাম ঘটনাক্রমে এটা হয়েছে। আবার এসে আজ ২০ মিনিট আটকে থেকে অফিসে বিলম্বে পৌঁছেছি।
এ অভিশপ্ত সিগনাল দিয়ে আবার কোন দিন আসবো কিনা তা ভেবে দেখতে হবে।
কিন্তু যারা পান্থপথে থাকেন তাদের এ অভিশাপ থেকে রক্ষা পাওয়ার উপায় কী ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।