অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে..কিন্তু পারি নি....পারবো কিনা জানি না---এভাবেই হয়তো চলবে...
অনেকদিন পর আবারো লিখতে বসলাম। মাঝে মাঝে ঢু মারা হয় সামহোয়ার ইন ব্লগ। কিন্তু সময়ের কারণে তেমনটি লেখতে পারি নি।
আর, ফেইসবুকের আসক্তি এখনো ছাড়তে পারিনি। জানি সময় বয়ে যাচ্ছে অনেকখানি।
তবুও, ফেইসবুক কেমন যেন আমাকে গ্রাস করতে শুরু করেছে। বিলেতে মাটিতে পা রাখার পর থেকেই নিয়মিত ছিলাম সামুব্লগে। শাখা প্রশাখা দিন দিন যেনস গজিয়ে উঠেছিল অনেকখানি।
আসলে, আজ লিখতে বসলাম অনেকটাই ভারক্রান্ত হৃদয়ে---
ভাবলাম ফেইসবুক আর ব্লগগুলো একদিকে আমাদের সময়কে কিভাবে হত্যা করছে আর অন্যদিকে আমাদের নেটওয়ার্ক কিংবা জানার পরিধিকে দিন দিন বৃদ্ধি করছে অকল্পনীয়ভাবে।
তৃতীয় প্রজন্মের ছেলে মেয়েরা তো ফেইসবুক ছাড়া মনে হয় অন্ধকার দেখে।
আমিও হয়তো তেমনটি হতে যাচ্ছি। ......
বেশ কয়েকবার শপথ করেছিলাম, আগামীকাল থেকে আর ফেইসবুক লগ ইন করবো না,,,,, কিন্তু তা হয়ে উঠেনি কখনো।
আচ্ছা ফেইসবুক আমাদের মূলবান সময়গুলোকে কিভাবে যে গ্রাস করছে বা নষ্ট করছে তা কি কখনো আমরা ভেবে দেখেছি>>>>>>? হয়তো বা নয়.............. আর ভেবে দেখলেও ..... সাধারণভাবে।
যেমন :
১) প্রতিদিন আমাকে ৭-১০ঘন্টা ফেইসবুকে থাকতে হয়।
২) কাজের গতি কমে যাচ্ছে।
৩) খাবার সময়সূচী পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন।
৪) বাসা থেকে দূরে কোথাও গেলে ফেইসবুক লগ ইন করার এক ধরণের চেষ্টা থাকে সবসময় ।
৫) অফিসেও কাজের ফাঁকে চলছে ফেইসবুক চ্যাটিং....
৬) আর,, ভুয়া আইডি ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছেই...........
৭) ইয়াহু চ্যাটিং রুম এর মতো ফেইসবুকের পরিবেশও নষ্ট হচ্ছে। .............
আর শেষতক খবর পেলা, ফেইসবুক নাকি আমাদের ডাটাগুলো বিক্রি করে দিচ্ছে বিভিন্ন কোম্পানীগুলো কাছে।
আচ্ছা আপনি কি বলেন.....? ফেইসবুক আপনার জন্য কতটা উপকারী!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।