আমাদের কথা খুঁজে নিন

   

আপন ছায়ার পাশে



বস্তুত,আপন ছায়ার পাশে দাঁড়িয়ে আছি ছায়াপ্রতিম ভাঙাচোরা আয়নায় দেখে নিচ্ছি শত টুকরো মুখ মুখের আদল,গালের হনু কিংবা নিতান্তই নিরেট মুখোশ। ডেস্কটপ কি ল্যাপটপে পরিচিত হাসি মনিটরে সাজাই,ভাঙ্গি,দেখি আহা,এ এক অন্যরকম কসমেটিক সার্জারী যেন। নিজেকে লুকোই খুব,আড়াল করি মূলত মানুষ খুব প্রচারপ্রবণ তবু কখনো কখনো মানুষ মুখোশ খুব ভালোবাসে। প্রচারের বিপরীতে-মুখোশই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।